বন্ধ থাকবে ব্যাঙ্ক (ফাইল ছবি)
নয়া দিল্লি: দেখতে দেখতেই শেষ হতে চলল বছর। ডিসেম্বর মাস শুরু হল আজ থেকে। বছর শেষে ব্যাঙ্কের যদি কোনও কাজ থাকে, তবে মাসের শুরুতেই ব্যাঙ্কের কাজ মিটিয়ে নেওয়া ভাল, কারণ মাসের শেষ দিকে লম্বা ছুটি রয়েছে ব্য়াঙ্কের। চলতি ডিসেম্বর মাসে ব্যাঙ্কে মোট ১৮ দিন ছুটি থাকবে। রবিবার ও দ্বিতীয়-চতুর্থ শনিবার ছাড়াও একাধিক উৎসবের কারণে লম্বা ছুটি থাকবে ব্যাঙ্কে। তাই মাসের শুরুতেই ব্যাঙ্কের কাজ মিটিয়ে নেওয়া উচিত, নাহলে পরে সমস্যায় পড়তে হতে পারে।
প্রতি মাসের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে। এবারে, ডিসেম্বর মাসে মোট ১৮ দিন ছুটি থাকবে ব্যাঙ্কে। রাজ্য ভেদে কিছু কিছু ছুটি বাতিল হতে পারে।
ডিসেম্বরে ব্যাঙ্কের ছুটির তালিকা-
- ১ ডিসেম্বর- স্টেট ইনোগুরেশন ডে উপলক্ষে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে ব্যাঙ্কে ছুটি থাকবে।
- ৩ ডিসেম্বর- রবিবার।
- ৪ ডিসেম্বর- সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ফেস্টিভাল উপলক্ষে গোয়ায় সমস্ত ব্যাঙ্কে ছুটি থাকবে।
- ৯ ডিসেম্বর- মাসের দ্বিতীয় শনিবার থাকায় সমস্ত রাজ্যের ব্যাঙ্ক ছুটি থাকবে।
- ১০ ডিসেম্বর- রবিবার।
- ১২ ডিসেম্বর- পা-তোগান নেঙ্গমিনজা সাংগমা উপলক্ষে মেঘালয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে।
- ১৩ ডিসেম্বর- লাসুং বা নামসুং উপলক্ষে সিকিমে সমস্ত ব্যাঙ্ক ছুটি থাকবে।
- ১৪ ডিসেম্বর- লাসুং বা নামসুং উপলক্ষে সিকিমে ব্যাঙ্ক ছুটি থাকবে।
- ১৭ ডিসেম্বর- রবিবার।
- ১৮ ডিসেম্বর- ইউ সোসো থাম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেঘালয়ে ব্যাঙ্ক ছুটি থাকবে।
- ১৯ ডিসেম্বর- গোয়া লিবারেশন ডে উপলক্ষে গোয়ায় ছুটি থাকবে।
- ২৩ ডিসেম্বর- চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক ছুটি থাকবে।
- ২৪ ডিসেম্বর- রবিবার।
- ২৫ ডিসেম্বর- খ্রিস্টমাস উপলক্ষে সমস্ত ব্যাঙ্ক ছুটি থাকবে।
- ২৬ ডিসেম্বর- খ্রিস্টমাস উপলক্ষে মিজোরাম, নাগাল্যান্ড ও মেঘালয়ে ছুটি থাকবে।
- ২৭ ডিসেম্বর- খ্রিস্টমাস উপলক্ষে নাগাল্যান্ডে ছুটি থাকবে।
- ৩০ ডিসেম্বর- ইউ কিয়াং নাঙবাহ উপলক্ষে মেঘালয়ে ছুটি থাকবে।
- ৩১ ডিসেম্বর- রবিবার থাকায় ছুটি থাকবে।