AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Savings Bank Account: উঠে যাবে মিনিমাম ব্যালেন্সের নিয়ম, আপনার কত টাকা বাঁচাবে Reserve Bank Of India?

Reserve Bank Of India, Savings Bank Account: রিজার্ভ ব্যাঙ্কের এই সংস্কারের মূল্য লক্ষ হল আরও বেশি মানুষকে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। এখন থেকে সাধারণ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আর কোনও স্পেশাল ক্যাটেগরি থাকবে না। ফলে এখন থেকে সব সেভিংস অ্যাকাউন্টেই মিলবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা।

Savings Bank Account: উঠে যাবে মিনিমাম ব্যালেন্সের নিয়ম, আপনার কত টাকা বাঁচাবে Reserve Bank Of India?
আসছে নতুন নিয়ম, কত টাকা বাঁচবে আপনার?Image Credit: Getty Images/PTI
| Updated on: Dec 05, 2025 | 12:12 PM
Share

আমূল বদলাতে চলেছে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা। একদিনে যেমন কমছে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ১২৫ বেসিস পয়েন্ট কমেছে রেপো রেট। আর তার পর আরও এক খবর নিয়ে তোলপাড় দেশের ব্যাঙ্কিং ও অর্থনৈতিক মহল। বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টের নিয়মে বড়সড় রদবদল ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, ২০২৬ সালের ১ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এর ফলে সাধারণ মানুষের জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রাখা আরও সহজ ও সস্তা হয়ে গেল।

রিজার্ভ ব্যাঙ্কের এই সংস্কারের মূল্য লক্ষ হল আরও বেশি মানুষকে ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। এখন থেকে সাধারণ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আর কোনও স্পেশাল ক্যাটেগরি থাকবে না। ফলে এখন থেকে সব সেভিংস অ্যাকাউন্টেই মিলবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা। কোনও ব্যাঙ্ক এখন আপনাকে কোনও পেনাল্টি দিতে বাধ্য করাতে পারবে না।

নতুন নিয়মে গ্রাহকরা ডেবিট কার্ড ও প্রতি বছর ২৫ পাতার চেকবই পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এই কার্ডের জন্য কোনও বার্ষিক ফি লাগবে না। এর পাশাপাশি সবচেয়ে বড় স্বস্তি এসেছে ডিজিটাল লেনদেনে। এখন থেকে ইউপিআই, এনইএফটি, আরটিজিএস বা আইএমপিএস লেনদেনগুলোকে মাসিক ৪টি ফ্রি উইথড্রয়ালের হিসাবে গোনা হবে না। বিশেষজ্ঞদের মতে, এটি গ্রামীণ এবং আধা শহর এলাকায় ডিজিটাল পেমেন্টের ব্যবহার বহুগুণ বাড়িয়ে দেবে।

আপনার যদি অন্য কোনও সেভিংস অ্যাকাউন্ট থাকে ও আপনি সেটিকে সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বদলাতে চান তাহলে আপনার ব্যাঙ্ককে মাত্র ৭ দিনের মধ্যে তা করতে হবে। তবে এটাও ঠিক প্রতি গ্রাহক মাত্র ১টি করেই সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে পারবেন। এ ছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে স্পষ্ট জানিয়েছে, এই নিয়ম যেন কোনও ভাবে নড়চড় না হয়। সরকার আশা করছে, এই পদক্ষেপে দেশের অনেক মানুষ ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে আসবে।

এই নতুন নিয়ম চালু হলে দেশের অনেক মানুষ বাড়তি খরচের হাত থেকে অব্যাহতি পাবেন। আগামীতে ব্যাঙ্কগুলো কীভাবে এই পরিবর্তনকে কার্যকর করে, এখন সেটাই দেখার।