নয়াদিল্লি: ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। বৃদ্ধ বয়সে যাতে আর্থিক সমস্যায় পড়তে না হয়, সেজন্য বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। সেক্ষেত্রে সরকার নিয়ন্ত্রিত সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এ সঞ্চয়ের কথা ভাবতে পারেন। পিপিএফ-এ টাকা সঞ্চয় করে কোটিপতি হতে পারেন। বৃদ্ধ বয়সেও আর্থিক সমস্যায় পড়তে হবে না আপনাকে।
পিপিএফ-এ বিনিয়োগ ও সুদের হার-
পিপিএফে যে কেউ টাকা সঞ্চয় করতে পারেন। প্রতি অর্থবর্ষে পিপিএফে আপনি সর্বনিম্ন ৫০০ টাকা জমা করতে পারেন। আর সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। বর্তমানে পিপিএফে বার্ষিক সুদের হার ৭.১ শতাংশ। চক্রবৃদ্ধি সুদের হারে আপনার সঞ্চয় দ্রুত বাড়বে। পিপিএফে বিনিয়োগ আর সুদে কর দিতে হয় না। ফলে অনেকেই এক স্কিমে বিনিয়োগে আগ্রহী হন।
পিপিএফে সঞ্চয় করে কীভাবে কোটিপতি হবেন?
পিপিএফ-এ আপনার সঞ্চয় ১৫ বছরে ম্যাচিউর হয়। তবে আপনি চাইলে ৫ বছর করে ওই পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ বাড়াতে পারেন। তার জন্য আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে। ফলে আপনি যদি ১৫+৫+৫ অর্থাৎ ২৫ বছর পিপিএফ অ্যাকাউন্টে দেড় লক্ষ টাকা করে সঞ্চয় করেন, তবে ২৫ বছরে আপনি বিনিযোগ করছেন ৩৭.৫ লক্ষ টাকা। ৭.১ শতাংশ সুদের হারে এই সঞ্চয় ২৫ বছরে ১ কোটি টাকায় পৌঁছতে পারে। যার মধ্যে ৬৫.৫৮ লক্ষ টাকা সুদ হিসেবে যোগ হয়।
কী বলছে হিসেব?
ম্যাচিউরিটির পর কী করতে পারেন-
ম্যাচিউরিটির পর আপনি পিপিএফ অ্যাকাউন্ট ৫ বছরের জন্য বাড়াতে পারেন। তাতে বিনিয়োগ করলে আগের মতো সুদ পাবেন। নতুন বিনিয়োগ না করলেও আগের সঞ্চয়ের উপর কর পাবেন।
করমুক্ত আয়-
যদি ১ কোটি টাকার ৭.১ শতাংশ বার্ষিক হারে সুদ পাওয়া যায়, তবে বছরে ৭.৩১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এটা সম্পূর্ণ করমুক্ত। আপনি মাসে ৬০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।