স্রেফ ৭২ ঘণ্টা সময়, চাইলেই অংশীদার হতে পারেন বার্বিকিউ ন্যাশনের

সুমন মহাপাত্র |

Mar 20, 2021 | 7:42 PM

ন্যূনতম ৩০টি আইপিও কিনতে হবে। মোট ১৩টি ভাগে ৩৯০টি আইপিও দেবে বার্বিকিউ ন্যাশন।

স্রেফ ৭২ ঘণ্টা সময়, চাইলেই অংশীদার হতে পারেন বার্বিকিউ ন্যাশনের
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: এ বার শেয়ার বাজারে আইপিও আনতে চলেছে বার্বিকিউ ন্য়াশন (Berbeque Nation)। ২৪ মার্চ থেকেই কেনা যাবে বার্বিকিউ ন্যাশনের আইপিও। তবে মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই নিজেদের আইপিও বন্ধ করে দেবে দেশের প্রথম সারির রেস্তরাঁ সংস্থা। প্রতি ইকুইটিতে ৪৯৮ থেকে ৫০০ টাকা তুলে মোট ৪৫৩ কোটি টাকা একত্রিত করতে চাইছে এই সংস্থা। তবে আইপিও আসবে ১৮০ কোটি টাকার।

তবে ন্যূনতম ৩০টি আইপিও কিনতে হবে। মোট ১৩টি ভাগে ৩৯০টি আইপিও দেবে বার্বিকিউ ন্যাশন। ২০০৬ সালে গড়ে উঠেছিল বার্বিকিউ ন্যাশন। খাবার ছাড়াও অন্যান্য পরিষেবা দেয় এই কোম্পানি। প্রথম বার্বিকিউ রেস্তরাঁ হয়েছিল ২০০৮ সালে। তারপর থেকে ২০১৯ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ৭৩টি শহরে ১৩৮টি বার্বিকিউ ন্যাশনের শাখা খুলেছে।

এই সপ্তাহেই একাধিক আইপিও খুলেছে শেয়ার বাজারে। কয়েক দিনের ব্যবধানে আইপিও নিয়ে এসেছে পাঁচ সংস্থা। সোমবারই আইপিও নিয়ে এসেছে লক্ষ্মী অরগানিকস ও ক্র্যাফ্টসম্যান অটোমেশন লিমিটেড। মঙ্গলবার আইপিও এনেছে কল্যাণ জুয়েলার্স। বুধবার আইপিও এনেছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও নজারা টেকনলজিকস। যার মধ্যে রেকর্ড গতিতে আইপিও বিক্রি হয়েছিল নজারা টেকনলজিকসের। কয়েক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়েছিল রাকেশ ঝুনঝুনওয়ালার সংযুক্ত নজ়ারা টেকনলজিকসের শেয়ার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, প্রথম দিন আইপিও কিনেছিলেন মূলত খুচরো লগ্নিকারীরা। নজারা টেকনলজিকস দেশের প্রথম গেমিং কোম্পানি যা শেয়ার বাজারে আইপিও নিয়ে এসেছিল।

আরও পড়ুন: ব্যবসায় ঋণ নেবেন? জেনে নিন সাশ্রয়ের পথ

Next Article