ব্যবসায় ঋণ নেবেন? জেনে নিন সাশ্রয়ের পথ
ব্যবসায়িক ঋণ পেতে হলে লোনের (Business Loan) মেয়াদ, প্রসেসিং ফি, লোন নম্বরের মতো নির্দিষ্ট কিছু বিষয় মাথায় রাখতে হয়।
কলকাতা: ব্যবসা চালাতে গেলে প্রয়োজন মূলধন। আর মূলধন যদি একটু কম হয়, তাহলে তা জোগান দেওয়ার জন্য নিতে হয় ব্যবসায়িক ঋণ। সামান্য কিছু ন্যূনতম আয়কর দাখিলের শর্ত. কোম্পানির লেনদেন ও ওভার ড্রাফ্টের কিছি তথ্যের মাধ্যমে ব্যবসায়িক ঋণ নেওয়া যায়। তবে ব্যবসায়িক ঋণ পেতে হলে লোনের মেয়াদ, প্রসেসিং ফি, লোন নম্বরের মতো নির্দিষ্ট কিছু বিষয় মাথায় রাখতে হয়।
ব্যবসায়িক ঋণ পেতে হলে বয়স হতে হবে ২৫ থেকে ৫৫। এছাড়া ঋণ আবেদনকারীর ক্রেডিট স্কোর, বার্ষিক লেনদেন ঋণ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতে বিভিন্ন ব্যাঙ্ক ব্যবসায়িক ঋণ দেয়। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে সুদও ভিন্ন। এক নজরে দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক ব্যবসায়ির ঋণ কত সুদে দেয়?
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যবসায়িক ঋণ দেয় ১১.২ থেকে ১৬.৩ শতাংশ সুদের হারে। করপোরেশন ব্যাঙ্ক ব্যবসায়িক ঋণে সুদ শুরু হয় ১৩.৫৫ শতাংশ হার থেকে। ব্যাঙ্ক অব মহারাষ্ট্রে ব্যবসায়িক ঋণের সুদ শুরু হয় ১৪.৫ শতাংশ থেকে। অ্যাক্সিস ব্যাঙ্কে ব্যবসায়িক ঋণের সুদ শুরু হয় ১৫.৫ শতাংশ থেকে। আইসিআইসিআই ব্যাঙ্কে ব্যবসায়িক ঋণে সুদ শুরু হয় ১৬ শতাংশ থেকে। কোটক ব্যাঙ্কে ব্যবসায়িক ঋণে সুদ শুরু হয় ১৬ শতাংশ থেকে। এইচডিএফসি ব্যাঙ্কে ব্যবসায়িক ঋণে সুদ শুরু হয় ১৫ শতাংশ থেকে। ধনলক্ষ্মী ব্যাঙ্কে ব্যবসায়িক ঋণে সুদ শুরু হয় ১২.৯ শতাংশ থেকে। আরবিএল ব্যাঙ্কে সুদ শুরু হয় ১৬.২৫ শতাংশ থেকে। ইন্ডাসিন্ড ব্যাঙ্কে ব্যবসায়িক ঋণ মেলে ১৪ শতাংশ সুদে। নিজের সুবিধা মতো ব্যাঙ্ক থেকে অল্প সুদে ঋণ নিন। তাহলেই সাশ্রয় হবে।
আরও পড়ুন: অর্থবর্ষ শুরুর আগেই কর্মচারীদের সুখবর শোনাল টিসিএস