অর্থবর্ষ শুরুর আগেই কর্মচারীদের সুখবর শোনাল টিসিএস
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কর্মচারীদের ১২ থেকে ১৪ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে।
কলকাতা: নতুন অর্থবর্ষ শুরু হতে আর অল্প কয়েক দিনের অপেক্ষা। সারা দেশের বেতনভুগ কর্মচারীরা অপেক্ষা করে আছেন বেতন বৃদ্ধির আশায়। সেই কথা আগেভাগেই শুনিয়ে দিল টাটা কনসালটেন্সি সার্ভিস। ২০২১-২২ অর্থবর্ষ থেকেই বেতন বাড়ছে টিসিএস (TCS) কর্মীদের। টিসিএস-এর একজন মুখপাত্র একটি সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।
ওই মুখপাত্রর কথা অনুযায়ী, ২০২১ সালের এপ্রিল মাস থেকেই বেতন বাড়ছে টিসিএস কর্মীদের। বিবৃতি প্রকাশ করেও এ কথা জানিয়েছে সংস্থা। এই অর্থবর্ষ থেকে টিসিএস কর্মচারীদের বেতন বাড়লে, ওই সংস্থার কর্মচারীদের ৬ মাসের মধ্যে দু’বার বেতন বাড়বে। এর আগে মার্চ মাসে করোনা মহামারীর কারণে ইনক্রিমেন্ট দেরিতে হয়েছিল টিসিএস কর্মচারীদের।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কর্মচারীদের ১২ থেকে ১৪ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুধু বেতনই নয়, কর্মচারীদের পদোন্নতিও করবে টিসিএস। এর আগে ১৮ মার্চ অ্যাকসেঞ্চার কর্মচারীদের এককালীন বোনাস দিয়েছিল। কনজিগন্যান্ট ১ লক্ষ ৬০ হাজার কর্মচারীর বেতন বাড়িয়েছিল। অন্যান্য আইটি ফার্ম, যেমন উইপ্রো ও এইচসিএল ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যে কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছিল।
আরও পড়ুন: করোনার কামড়ে পিভিআর-আইনক্সের শেয়ারে ধস, খরা কাটাল হাতে গোনা কয়েকটি সংস্থা