‘ধুরন্ধর’ ঝড়ে কি শো কমতে পারে তিনটে বাংলা ছবির?
ডিসেম্বরের গোড়ায় মুক্তি পেয়েছে রণবীর সিং-অক্ষয় খান্না অভিনীত 'ধুরন্ধর' ছবিটা। প্রথম তিন সপ্তাহে এমন ব্যবসা করেছে এই ছবি যে বড়দিনের সপ্তাহে সিনেমা হল মালিকদের অনেকেই রণবীর সিংয়ের ছবি চালাতে চান। বলিউডের কিছু সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ মনে করছেন মুক্তির চতুর্থ সপ্তাহে মানে বড়দিনের মরসুমে রেকর্ড ব্রেকিং ব্যবসা করবে 'ধুরন্ধর'।

ডিসেম্বরের গোড়ায় মুক্তি পেয়েছে রণবীর সিং-অক্ষয় খান্না অভিনীত ‘ধুরন্ধর’ ছবিটা। প্রথম তিন সপ্তাহে এমন ব্যবসা করেছে এই ছবি যে বড়দিনের সপ্তাহে সিনেমা হল মালিকদের অনেকেই রণবীর সিংয়ের ছবি চালাতে চান। বলিউডের কিছু সিনেমা ব্যবসা বিশেষজ্ঞ মনে করছেন মুক্তির চতুর্থ সপ্তাহে মানে বড়দিনের মরসুমে রেকর্ড ব্রেকিং ব্যবসা করবে ‘ধুরন্ধর’।
তিনটে বাংলা ছবির মুক্তি রয়েছে বড়দিনে। এসব বাংলা ছবি রেকর্ড ব্রেকিং ব্যবসা করবে কিনা, তা নির্ভর করছে, কতগুলো করে শো এসব ছবি দখলে আনতে পারছে তার উপর। তবে বিভিন্ন সিঙ্গল স্ক্রিনের কর্ণধারের সঙ্গে কথা বলে বোঝা গেল, একটার বেশি শো পেতে সমস্যার মুখে পড়তে পারে বাংলা ছবি, সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে। মাল্টিপ্লেক্সে অবশ্য সেই সমস্যা নেই। একাধিক শো পাবে বিভিন্ন বাংলা ছবি। তবে দুর্গাপুজোর সময়ে যে পরিমাণ শো পেয়েছিল, এক-একটা ছবি, তারচেয়ে শো সংখ্যা এবার কম হতে পারে।
হলিউড বা বলিউডের আর যেসব ছবি মুক্তি পাবে, তা নিয়ে সমস্যা নেই। কিন্তু রণবীরের ছবিটা ব্লকবাস্টার হওয়ার কারণেই নতুন করে সমস্যা তৈরি হয়েছে। সিনেমা হলগুলো খুব স্বাভাবিকভাবে এই হিন্দি ছবিটা দেখাতে চাইছে। তার পাশাপাশি তিনটে বাংলা ছবিকে প্রাইম টাইমে শো দেওয়া সম্ভব নয়। তবে এই নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে চাইছেন না, বিতর্ক এড়াতে।
কিছু সিঙ্গল স্ক্রিন দু’ টো বাংলা ছবি বেছে নিতে চাইছে। কেউ-কেউ আবার একটা বাংলা ছবির সঙ্গে রণবীরের ছবি চালানো যায় কিনা, সেই চেষ্টা করছে। তবে সিনেমা হল মালিকদের যে বাংলা ছবিকে প্রাধান্য দিতে হবে, সেটা এক প্রকার স্পষ্ট। মোটের উপর সামনের ৭২ ঘণ্টা সিনেমা হলের শো দখলে আনার খেলা জমে উঠবে। বড়দিনে কোন বাংলা ছবির ব্যবসা ‘ধূমকেতু’ বা একেনবাবু সিরিজের ছবির ব্যবসাকে টেক্কা দিতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।
