করোনার কামড়ে পিভিআর-আইনক্সের শেয়ারে ধস, খরা কাটাল হাতে গোনা কয়েকটি সংস্থা

পাঁচদিনের খরা কাটিয়ে আজ দুপুরের পর থেকে কিছুটা ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার(Share Market)। করোনা(COVID-19)-র কড়া নিয়মবিধি জারি হতেই অধিকাংশ সংস্থার শেয়ারে পতন হলেও লাভের মুখ দেখেছে বেশ কয়েকটি বড় সংস্থা।

করোনার কামড়ে পিভিআর-আইনক্সের শেয়ারে ধস, খরা কাটাল হাতে গোনা কয়েকটি সংস্থা
৬০ হাজার পার করল সেনসেক্স সূচক। প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2021 | 6:51 PM

মুম্বই: দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কাতেই বিগত পাঁচদিন ধরে নিম্নমুখী ছিল শেয়ার বাজার। শুক্রবারও সকালে বাজার খুলতেই বাজারের সূচক নিম্নমুখী থাকলেও রিলায়েন্স (Reliance), হিন্দুস্তান ইউনিলিভার (Hindusthan Unilever), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank), আইটিসি (ITC), ইনফোসিস (Infosys) ও বাজাজ ফিন্যান্স (Bajaj Finance)-র শেয়ার দর বাড়ায় বাজার বন্ধের সময় সেনসেক্স (Sensex)-র সূচক পৌঁছয় ৪৯ হাজার ৮৫৮-এ। নিফটি (Nifty)-ও বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৭৪৪ সূচকে পৌঁছয়।

দেশে প্রতিনিয়ত করোনা (COVID-19) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিগত কয়েকদিন ধরেই খরা চলছিল দালাল স্ট্রিটে। এ দিন সকালে বাজার খোলার পরও সেনসেক্সে ৬৩০ পয়েন্ট পতন হয়। নিফটিও ১৪ হাজার ৪০০ পয়েন্টে পড়ে যায়।

তবে দুপুরের পরই সূচক ফের উঠতে শুরু করে। ফার্মা, প্রযুক্তি ক্ষেত্র, ধাতু, বেসরকারি ব্যাঙ্কের শেয়ার বিক্রি হওয়ায় বাজার বন্ধের সময় সেনসেক্স ও নিফটি সূচক যথাক্রমে ১.৩ শতাংশ ও ১.২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৯,৮৫৮ এবং ১৪,৭৪৪-এ পৌঁছয়।

আরও পড়ুন: করোনার ধাক্কায় বিশ্ববাজারে কমছে পেট্রল-ডিজেলের দাম, দেশে ২০ দিন ধরে অপরিবর্তিতই দাম

ফিউচার গ্রুপের মামলায় দিল্লি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কিশোর বিয়ানির সংস্থার শেয়ারে প্রায় ১০ শতাংশ পতন হয়েছে। একইসঙ্গে  মহারাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সিনেমা হলে কঠোর নিয়মবিধি জারি করায় ব্যাপক পতন হয়েছে পিভিআর ও আইনক্স সংস্থার শেয়ারদরেও।

অন্যদিকে, সর্বাধিক লাভের মুখ দেখেছে হিন্দুস্তান ইউনিলিভার। এ ছাড়াও টাটা স্টিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আল্ট্রাটেক সিমেন্ট, আইটিসির শেয়ারদরও দুই থেকে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: নিয়ম মেনে গাড়ি কিনলেই ১০ থেকে ১৫ শতাংশ ছাড়, ঘোষণা গডকরীর