AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Defence Multibagger Stock: হাতে ৭১ হাজার কোটির অর্ডার, এই মাল্টিব্যাগার ডিফেন্স স্টক নতুন চুক্তি করল টাটার সঙ্গে!

Multibagger Defence Stock: ২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ বা শেষ ত্রৈমাসিকে সংস্থাটি ২ হাজার ১২৭ কোটি টাকা নিট মুনাফা করেছে। যা গত বছরের তুলনায় ১৮.৪ শতাংশ বেশি।

Defence Multibagger Stock: হাতে ৭১ হাজার কোটির অর্ডার, এই মাল্টিব্যাগার ডিফেন্স স্টক নতুন চুক্তি করল টাটার সঙ্গে!
Image Credit: Getty Images
| Updated on: Jun 09, 2025 | 7:13 PM
Share

প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবার নয়া এক চুক্তি স্বাক্ষর করল টাটার সঙ্গে। এই চুক্তির অধীনে তারা একসঙ্গে সেমি কন্ডাক্টর ফ্যাব্রিকেশন হাব তৈরি করতে চলেছে। যদিও এই প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক রাষ্ট্রায়ত্ত সংস্থাটির হাতে প্রায় ৭১ হাজার ৬৫০ কোটি টাকার অর্ডার রয়েছে।

২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ বা শেষ ত্রৈমাসিকে সংস্থাটি ২ হাজার ১২৭ কোটি টাকা নিট মুনাফা করেছে। যা গত বছরের তুলনায় ১৮.৪ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী ২৩ জুন ঘোষণার মধ্যে দিয়ে ভারত ইলেকট্রনিক্স দেশের সবচেয়ে বড় ৩০টি সংস্থার মধ্যে সামিল হয়ে যাবে।

এই সংস্থার স্টক ১২ মে থেকে ৯ জুনের মধ্যে ২০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। আবার ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ৯ জুনের মধ্যে রিটার্ন দিয়েছে ৩৫ শতাংশ। যদিও ৫ বছরের যে রিটার্ন দিয়েছে এই সংস্থা তা চোখ কপালে তোমার মতো। ২০২০ সালের ৯ জুন থেকে ২০২৫ সালের ৯ জুনের মধ্যে এই সংস্থা রিটার্ন দিয়েছে ১,৪৬০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।

২০২০ সালের ৯ জুন ভারত ইলেকট্রনিক্সের ১টি শেয়ারের দাম ছিল ২৭ টাকা ৭৭ পয়সা। অন্যদিকে, ২০২৫ সালের ৯ জুন ভারত ইলেকট্রনিক্সের ১টি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৯২ টাকায়।

উল্লেখ্য, কয়েকদিন আগেই টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে ভারত ইলেকট্রনিক্স। এই চুক্তি অনুযায়ী আগামীতে তারা দুই সংস্থা একসঙ্গে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামে ব্যবহার করার মতো সেমি কন্ডাক্টর তৈরি করবে।