DA Hike: দুর্গাপুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে কাঁড়ি কাঁড়ি টাকা? বড় খবর দিচ্ছে সরকার
Central Government: এর আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করায়, ডিএ-র হার বেসিক বেতনের ৫০ শতাংশে পৌঁছেছিল।
নয়া দিল্লি: উৎসবের আর কয়েকদিন বাকি। পুজোর আমেজ এখন থেকেই আকাশে-বাতাসে। এর মধ্য়েই সুখবর। শীঘ্রই বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের গোড়াতেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করতে পারে সরকার। কী এই ঘোষণা? মহার্ঘ্য ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা।
জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। এরফলে উৎসবের মরশুমেই একধাক্কায় অনেকটা বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সূত্রের খবর, এবার কেন্দ্রীয় সরকার ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। গত ১ জুলাই থেকেই এই ডিএ কার্যকর হবে। অর্থাৎ বর্ধিত বেতনের পাশাপাশি এরিয়ার-ও পাবেন কর্মীরা।
এর আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করায়, ডিএ-র হার বেসিক বেতনের ৫০ শতাংশে পৌঁছেছিল।
তবে ডিএ ৫০ শতাংশে পৌঁছে যাওয়ায় এবার বেসিক বেতনের সঙ্গে আর যোগ হবে না। বরং এইচআরএ সহ বাকি ভাতা বা অ্যালাওয়েন্সের সঙ্গেই যোগ হবে। অষ্টম পে কমিশন গঠন না হওয়া পর্যন্ত এই নিয়মেই ডিএ বৃদ্ধি হবে বলে অনুমান বিশেষজ্ঞদের।
কবে তৈরি হবে অষ্টম পে কমিশন?
কেন্দ্রীয় সরকারি কর্মীরা একাধিকবার অষ্টম পে কমিশন গঠনের দাবি জানালেও, আপাতত কেন্দ্রের নতুন পে কমিশন গঠনের পরিকল্পনা নেই বলেই সূত্রের খবর। সাধারণত ৫০ শতাংশের বেশি হতে পারে না মহার্ঘ্য ভাতা। তবে চতুর্থ পে কমিশনে ১৭০ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল ডিএ।