BigBasket: রতন টাটার আরও এক মাস্টারস্ট্রোক, এবার মাত্র ১০ মিনিটে হাতে আসবে iPhone 16

Sep 24, 2024 | 6:38 PM

BigBasket electronics category: অর্ডার করার ১০ মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে আইফোন ১৬। শুধু আইফোনই নয়, ল্যাপটপ, প্লেস্টেশন কনসোল, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ-সহ বিবিধ ইলেকট্রনিক্স সামগ্রী। আরও এক মাস্টারস্ট্রোক রতন টাটার। এর জন্য 'ক্রোমা'র (Croma) সঙ্গে হাত মিলিয়েছে বিগবাস্কেট।

BigBasket: রতন টাটার আরও এক মাস্টারস্ট্রোক, এবার মাত্র ১০ মিনিটে হাতে আসবে iPhone 16
আরও এক মাস্টারস্ট্রোক রতন টাটার
Image Credit source: PTI and Getty imagaes

Follow Us

মুম্বই: আরও এক মাস্টারস্ট্রোক রতন টাটার। কাচা সবজি, মাছ, মাংস থেকে শুরু করে চাল-ডাল, আটা-ময়দা, কেক-বিস্কুটের মতো পণ্য, বাড়ির দরজায় সরবরাহ করে টাটা গ্রুপের মালিকানাধীন ফাস্ট-কমার্স অনলাইন প্ল্যাটফর্ম, ‘বিগবাস্কেট’ (bigbasket)। এবার টাটা গ্রুপের এই প্ল্যাটফর্মই ইলেকট্রনিক্স বিভাগ চালু করছে। যার ফলে, অ্যাপল সংস্থার সদ্য আনা আইফোন ১৬ (iPhone 16), মাত্র ১০ মিনিটেই পৌঁছে যাবে উপভোক্তাদের বাড়িতে বাড়িতে। তবে, শুধু আইফোনই নয়, ল্যাপটপ, প্লেস্টেশন কনসোল, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ-সহ বিবিধ ইলেকট্রনিক্স সামগ্রীই ১০ মিনিটের মধ্যে সরবরাহ করার গ্যারান্টি দিতে চলেছে বিগবাস্কেট। আর এর জন্য, টাটা গোষ্ঠীরই ইলেকট্রনিক্স পণ্যের অনলাইন প্ল্যাটফর্ম, ‘ক্রোমা’র (Croma) সঙ্গে হাত মিলিয়েছে বিগবাস্কেট।

২০ সেপ্টেম্বর থেকেই বিগবাস্কেটের এই পরিষেবা শুরু হয়েছে। কাজেই চাইলে এখনই মানুষ ঘরে বসে মাত্র ১০ মিনিটেই অ্যাপল আইফোন ১৬-সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্য অর্ডার করতে পারবেন। তবে, প্রাথমিকভাবে বিগবাস্কেট এই পরিষেবা চালু করেছে বেঙ্গালুরু, দিল্লি-রাজধানী এলাকা এবং মুম্বইয়ের জন্য। তবে শিগগিরই অন্যান্য জায়গাতেও এই পরিষেবা চালু হবে। গত কয়েক বছরে ভারতে আইফোনের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। সদ্য অ্যাপল ভারতে তাদের সর্বশেষ আইফোন সিরিজ লঞ্চ করেছে। আইফোন ১৬ পাওয়া যাচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে, আর আইফোন ১৬ প্রো-এর দাম শুরু হচ্ছে ১,৩৪,৯০০ টাকা থেকে। তাদের পরিষেবা শুরুর সময় আইফোন ১৬-এর বিভিন্ন মডেলে বিগবাস্কেট কোনও বিশেষ অফার বা ডিসকাউন্ট দেবে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

বিগবাস্কেটের সিইও হরি মেনন বলেছেন, “আমরা আমাদের প্ল্যাটফর্মে আইফোন ১৬ আনতে পেরে রোমাঞ্চিত। এটা দিয়েই ইলেকট্রনিক্স ক্ষেত্রে আমাদের অভিযান শুরু হল। তবে, এটি শুরু মাত্র। খুব শীঘ্রই, আমরা বিস্তৃতভাবে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য আনব। আমাদের দ্রুত সরবরাহ পরিষেবায় এগুলি পাওয়া যাবে। বিগবাস্কেটে, গ্রাহকদের সুবিধা এবং সন্তুষ্টিকেই আমারা অগ্রাধিকার দিই।”

বিগবাস্কেট বর্তমানে দুটি মোবাইল অ্যাপ পরিচালনা করে – বিগবাস্কেট অ্যাপ এবং বিবিডেইলি (BBdaily)। বিবিডেইলি একটি সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা। বিগবাস্কেট অ্যাপ বিভিন্ন ধরনের ডেলিভারি বিকল্প রয়েছে। ‘বিগবাস্কেট সুপারসেভার’-এ ২-৩ ঘন্টার মধ্যে পণ্য সরবরাহ করা হয়। দ্বিতীয় বিভাগ, ‘বিবিনাও’ (BBnow)-এ মাত্র ১০ থেকে ২০ মিনিটের মধ্যে পণ্য সরবরাহ রা হয়। মানিকন্ট্রোলের এক প্রতিবেদন অনুযায়ী, বিগবাস্কেট এই সমস্ত পরিষেবাগুলিকে একটি সহজ ব্যবহারযোগ্য অ্যাপে একীভূত করার পরিকল্পনা করেছে। ফলে, আর ২ থেকে ৩ ঘন্টা নয়, সব পণ্যই ১০ থেকে ২০ মিনিটে তারা পণ্য সরবরাহ করবে। অর্থাৎ, টাটা গোষ্ঠী বিগবাস্কেটকে, ‘ব্লিঙ্কইট’, সুইগি ইনস্টামার্ট বা ‘জিপ্টো’র মতো একটি ডেডিকেটেড ইনস্ট্যান্ট-কমার্স প্ল্যাটফর্ম হিসাবে রিব্র্যান্ড করতে চাইছে।

Next Article