টয়লেট আছে। কিন্তু জল নেই। কিন্তু বর্জ্যও নেই। একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন। জল ছাড়াই পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এও কি সম্ভব? হ্যাঁ স্যামসাং ও বিল গেটস হাত মেলালে এটাও সম্ভবপর হয়। বিল গেটস এবং মেলিন্ডা গেটস একটি জলবিহীন টয়লেটের একটি প্রোটোটাইপ তৈরি করতে স্যামসাংয়ের সঙ্গে একজোট বেঁধেছেন। সেখানে কঠিন বর্জ্য পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। বিল গেটস এবং মেলিন্ডা গেটস জনপ্রিয় প্রযুক্তি কোম্পানি স্যামসাংয়ের সঙ্গে হাত মিলিয়ে বাড়ির ব্যবহারের জন্য একটি জলহীন টয়লেট প্রোটোটাইপ তৈরি করেছে। এই ধরনের টয়লেটে কঠিন বর্জ্য পুড়িয়ে ছাই করে দেওয়া হয়।
এই জলহীন টয়লেট মানুষের বর্জ্যের মধ্যে উপস্থিত ভাইরাস দূর করতে হিট ট্রিটমেন্ট ও বায়োপ্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে। তরল বর্জ্যের ব্যবস্থাপনায় একটি জৈবিক পরিশোধন পদ্ধতি ব্যবহার করা হয়। কঠিন আবর্জনা ডিহাইড্রেটেড ও শুকানোর পরে পুড়িয়ে ছাই করে ফেলা হয়। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, সিস্টেমটি জলের সম্পূর্ণ পুনর্ব্যবহার করার অনুমতি দেয়। গেটস ফাউন্ডেশনের মতে, “এই উদ্যোগের উদ্দেশ্য হল উদ্ভাবনী সমাধান তৈরি করা যা মানুষ এবং সম্প্রদায়কে মানব বর্জ্য-বাহিত রোগজীবাণু থেকে রক্ষা করতে পারে। এই উদ্যোগ সরকারগুলিকে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন পরিষেবাগুলি প্রদান করতে সক্ষম করে যা দরিদ্রতম সম্প্রদায়ের কাছেও পৌঁছে যায়।”
বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দাবি করেছে যে, মানব বর্জ্যের নিষ্পত্তির বিষয়টির খুব বেশি পরিবর্তন হয়নি। এটি বেশ কয়েকটি গুরুতর স্বাস্থ্য সমস্যার একটি উল্লেখযোগ্য কারণ। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের মতে, প্রায় ৩.৬ বিলিয়ন মানুষ নিম্নমানের স্যানিটেশন সুবিধা ব্যবহার করতে বাধ্য হয়। ফলস্বরূপ, পাঁচ বছরের কম বয়সী ৫০০,০০০ শিশু প্রতি বছর বিশুদ্ধ পানির অভাবে ডায়েরিয়া সংক্রমণে মারা যায়।