টাকা জমানোর ক্ষেত্রে অনেকেই ভরসা করেন ফিক্সড ডিপোজিটের উপরে। তবে সম্প্রতিই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে রেপো রেট বাড়ানোর পরই বিভিন্ন ব্যাঙ্কও তাদের ফিক্সড ডিপেজিট প্রকল্পে সুদের হার বাড়িয়ে দিয়েছে। সুদের হার সবথেকে বেশি বাড়িয়েছে ক্ষুদ্র সঞ্চয় ব্যাঙ্কগুলি। এরপরে রয়েছে বিদেশি ব্যাঙ্ক ও অন্যান্য ছোট বেসরকারি ব্যাঙ্ক।
৫ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে বিনিয়োদগের ক্ষেত্রে অধিকাংশ ব্যাঙ্কেই সুদের হার ৬.৯ শতাংশ হয়। এই ফিক্সড ডিপোজিট আপনার প্রয়োজনের সময়ে বিশেষভাবে আর্থিক সাহায্য করতে পারে। আপনিও যদি বেশি সুদের হারে কোনও ছোটখাটো ব্যাঙ্কে বিনিয়োগ করতে চান, তবে এই ব্যাঙ্কগুলির কথা মাথায় রাখতে পারেন।
উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক- এই ব্যাঙ্কে ৫ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.৫ শতাংশ সুদের হার ধার্য করা হয়েছে। তবে এই সুদের হার তখনই মিলবে, যখন আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করবেন। এই বিনিয়োগের মেয়াদকাল ৭৫ মাস।
জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক- এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকা জমা রাখলে, প্রতি বছর ৭.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই প্রকল্পে বিনিয়োগের মেয়াদকাল ১৮২৫ দিন।
ডাচ ব্যাঙ্ক- বিদেশি ব্যাঙ্কগুলির মধ্যে যে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ভাল সুদের হার দেয়, তা হল ডাচ ব্য়াঙ্ক। ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকা জমা রাখলে বার্ষিক ৭ শতাংশ করে সুদ মিলবে। এই প্রকল্পে বিনিয়োগের সময়কাল হল ৫ বছর।
এইউ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক- এই ব্যাঙ্কে ১ লক্ষ টাকা জমা রাখলে বার্ষিক ৬.৯ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এই বিনিয়োগের মেয়াদকাল ৬০ মাস থেকে ১২০ মাস অবধি হয়।