Asia Cup 2022: লঙ্কানদের চমক, বিরাটের কামব্যাক… এশিয়া কাপের ‘পাঁচকাহন’
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 13, 2022 | 8:39 AM
এশিয়া কাপের পালা শেষ। এ বার অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে কুড়ি-বিশের বিশ্বকাপের আসর। প্রতিটা দল ব্যস্ত হয়ে পড়বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ এশিয়া কাপ ট্রফি দেশে নিয়ে গিয়েছেন দাসুন শানাকারা। এক নজরে দেখে নিন সদ্য শেষ হওয়া এশিয়া কাপের 'পাঁচকাহন'।
1 / 6
এশিয়া কাপের পালা শেষ। এ বার অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে কুড়ি-বিশের বিশ্বকাপের আসর। প্রতিটা দল ব্যস্ত হয়ে পড়বে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ এশিয়া কাপ ট্রফি দেশে নিয়ে গিয়েছেন দাসুন শানাকারা। এক নজরে দেখে নিন সদ্য শেষ হওয়া এশিয়া কাপের 'পাঁচকাহন'। (ছবি-আইসিসি টুইটার)
2 / 6
লঙ্কানদের চমক - এ বারের এশিয়া কাপে আন্ডারডগ ধরা হয়েছিল শ্রীলঙ্কাকে। আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপ -বি এর প্রথম ম্যাচে এক তরফা ভাবে ম্যাচটা হেরেছিলেন দাসুন শানাকারা। সেই হার থেকে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচে জিতে এশিয়া কাপ ট্রফি দেশে নিয়ে গিয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোরে টুর্নামেন্টের ফেভারিট ভারতকে হারিয়েছে শ্রীলঙ্কা। এরপর দু'বার পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে ষষ্ঠ এশিয়া কাপ ট্রফি হাতে তুলেছেন শানাকারা। এই জয়ের ফলে স্বাভাবিকভাবেই আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য লঙ্কানরা আত্মবিশ্বাসী থাকবে। (ছবি-আইসিসি টুইটার)
3 / 6
কিং কোহলির শতরানের খরা কাটল - দীর্ঘদিন ধরে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে চলছিল শতরানের খরা। ২০১৯ সালে কোহলির ব্যাটে শেষ সেঞ্চুরি এসেছিল। এ বারের এশিয়া কাপে সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাটের ব্যাট থেকে এসেছে বহু প্রতিক্ষিত শতরানটি। পুরো টুর্নামেন্ট জুড়ে ৫টি ম্যাচে ৯২ গড়ে ২৭৬ রান করেছেন বিরাট। যার মধ্যে রয়েছে আফগানদের বিরুদ্ধে ১২২ রানের অপরাজিত ইনিংসটিও। এই প্রথম বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেছেন বিরাট। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে বিরাটের ফর্মে ফেরাটা ভারতীয় দলের জন্য স্বস্তির। (ছবি-বিরাট কোহলি টুইটার)
4 / 6
নাসিম শাহর উত্থান - এশিয়া কাপ শুরু হওয়ার আগে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। এরপরই পাক দলে সুযোগ পান বছর ১৯ এর নাসিম শাহ। পুরো ক্রিকেট বিশ্ব সাক্ষী থেকেছে নাসিমের উত্থানের। টুর্নামেন্ট জুড়ে ৫টি ম্যাচে ৭টি উইকেট তুলে নিয়েছেন নাসিম। তিনি বিশেষ নজর কাড়েন আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে। শেষ ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ফাইনালে তোলেন তিনি। ফাইনালে লঙ্কান ওপেনারকে এক দারুণ বলে আউটও করেন নাসিম। (ছবি-টুইটার)
5 / 6
আফগানিস্তানের স্পিরিট - শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে বড় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মহম্মদ নবির আফগানিস্তান। গ্রুপ পর্বে 'বি'-গ্রুপের ২টি ম্যাচে জিতেছিল আফগানিস্তান। তবে সুপার ফোরের ৩টি ম্যাচেই হারের মুখ দেখে আফগানিস্তান। টি-২০ বিশ্বকাপে শক্তিশালী হয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন নবিরা। (ছবি-আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুইটার)
6 / 6
বাংলাদেশের ভরাডুবি - এ বারের এশিয়া কাপে কোনও কোচ ছাড়াই গিয়েছিল বাংলাদেশ। ভারতের প্রতিবেশী দেশের ক্রিকেটে এমনিতেই ডামাডোল চলছে। তার মধ্যেই দলনেতা করা হয়েছিল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গ্রুপ-বি তে আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে ২টি ম্যাচেই হেরে যান সাকিবরা। যার ফলে সুপার ফোরে উঠতে পারেনি টাইগাররা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় সাকিবদের। (ছবি-টুইটার)