নয়া দিল্লি: আজকাল ব্লাড প্রেসার, ডায়াবেটিসের সমস্যা ঘরে-ঘরে। তরুণ প্রজন্মের মধ্যেও টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার বাড়ছে। আর এই সমস্ত রোগ শরীরে একবার থাবা বসালে ওষুধ ছাড়া চলে না। স্বাভাবিকভাবেই ওষুধের খরচ জোগাতে হিমশিম সাধারণ মানুষ। তাই এবার এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় ওষুধের দামে লাগাম টানল কেন্দ্র। ডায়াবেটিস, ব্লাড প্রেসার-সহ একেবারে ৬৯টি ওষুধের দাম বেঁধে দিল দ্য ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথররিটি (NPPA)।
ডায়াবেটিসের ওষুধ হিসাবে অনেকেই Sitagliptin and Metformin Hydrochloride Extended-Release Tablet খান। স্বাভাবিকভাবেই এই ওষুধ দুটির দাম বাড়তে থাকলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। তাই এই ওষুধের দাম ২৭.৭৫ টাকা বেঁধে দিয়েছে NPPA।
আবার ব্লাড প্রেসার থেকে হার্ট ফেলিওর, ডায়াবেটিক কিডনির সমস্যার ওষুধ হিসাবে খুব প্রচলিত telmisartan এবং হার্টের জন্য বহুল প্রচলিত ওষুধ bisoprolol fumarate Tablet। এই ওষুধগুলির একটি ট্যাবলেটের দাম কমিয়ে ১০.৯২ টাকা ধার্য করা হয়েছে।
ব্লাড প্রেসার, ডায়াবেটিস, হার্ট ছাড়াও বয়স্কদের খুব কমন সমস্যা হল দেহে সোডিয়াম, পটাসিয়ামের ভারসাম্যের হেরফের। যার পরিণতি হতে পারে মারাত্মক। তাই অনেকেই এই সমস্যার ওষুধ নিয়মিত খান। সেকথা বিবেচনা করে এই সমস্ত ওষুধের দামও বেঁধে দিয়েছে কেন্দ্র। Sodium Valproate (20mg) ওষুধের প্রতি ট্যাবলেটের দাম ৩.২০ টাকা এবং হিমোগ্লোবিন বাড়ানোর প্রধান ওষুধ, Filgrastim injection (one vial)-এর দাম ১,০৩৪.৫১ টাকা ধার্য করেছে কেন্দ্র। একইভাবে স্টেরয়েডের ওষুধ Hydrocortisone-এর দাম বদল হয়েছে। এর প্রতি ট্যাবলেটের দাম ১৩.২৮ টাকা। ক্যালসিয়াম ট্যাবলেট amlodipine-এর দাম কমিয়ে প্রতি ট্যাবলেটের দর ৮.৯২ টাকা ধার্য করা হয়েছে।
জানা গিয়েছে, ওষুধ নিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই দিন কয়েক আগে বহুল ব্যবহৃত ওষুধগুলির দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তারপর ওষুধের মূল্য নিয়ন্ত্রণ নির্দেশের প্রেক্ষিতেই বহুল ব্যবহৃত ও দৈনন্দিনের প্রয়োজনীয় কিছু ওষুধের দাম সংশোধন করে NPPA। কেন্দ্রের এই পদক্ষেপে সাধারণ মানুষ বিশেষ উপকৃত হবে।