CNG Price: ভোটের আগে স্বস্তির বার্তা, দাম কমছে CNG-র

Sukla Bhattacharjee |

Mar 06, 2024 | 7:32 AM

CNG Price Cut: মঙ্গলবার সন্ধ্যায় এমজিএল এক বিবৃতি জারি করে সিএনজির দাম কমানোর কথা জানায়। এছাড়া গ্যাসের উৎপাদন খরচ কমে যাওয়ায় সিএনজির দাম কমানো হয়েছে বলেও জানানো হয়েছে। ৫ মার্চ, মঙ্গলবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। উৎপাদন খরচ কমার কারণে আগামী দিনে দেশের অন্যান্য স্থানেও সিএনজির দাম কমার প্রত্যাশা বেড়েছে।

CNG Price: ভোটের আগে স্বস্তির বার্তা, দাম কমছে CNG-র
প্রতীকী ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: সামনেই লোকসভা ভোট। চলতি মাসেই ভোটের দিন ঘোষণা হবে। তার আগেই স্বস্তির বার্তা পেল সাধারণ মানুষ। দাম কমছে CNG গ্যাসের। সরকারি কোম্পানি মহানগর গ্যাস লিমিটেড (MGL) চলতি মাস থেকেই সিএনজির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে MGL-এর এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কাছে স্বস্তিদায়ক।

MGL মূলত দেশের আর্থিক রাজধানী, মুম্বইয়ে বিক্রি ও সরবরাহ করে। সেখানেই সিএনজি-র প্রতি কেজি দাম আড়াই টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে বর্তমানে মুম্বইয়ে কেজি প্রতি সিএনজির দাম ৭৩.৫০ টাকায় নেমে এসেছে।

মঙ্গলবার সন্ধ্যায় এমজিএল এক বিবৃতি জারি করে সিএনজির দাম কমানোর কথা জানায়। এছাড়া গ্যাসের উৎপাদন খরচ কমে যাওয়ায় সিএনজির দাম কমানো হয়েছে বলেও জানানো হয়েছে। ৫ মার্চ, মঙ্গলবার মধ্যরাত থেকে মুম্বইয়ে নতুন দাম কার্যকর হবে। উৎপাদন খরচ কমার কারণে আগামী দিনে দেশের অন্যান্য স্থানেও সিএনজির দাম কমার প্রত্যাশা বেড়েছে।

সিএনজির দাম

দেশের আর্থিক রাজধানী মুম্বইয়ে সিএনজির দাম কমার খবর পাওয়া গেছে। তবে বর্তমানে দেশের রাজধানী দিল্লি এবং আশেপাশের এলাকায় (এনসিআর) সিএনজির দাম স্থিতিশীল রয়েছে। পরে এখানে গ্যাসের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে দিল্লিতে সিএনজির দাম প্রতি কেজি ৭৬.৫৯ টাকা। এছাড়াও নয়ডা, গ্রেটার নয়ডা এবং গাজিয়াবাদে এই দাম প্রতি কেজি ৮১.২০ টাকা। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল) এই সমস্ত এলাকায় সিএনজি এবং পিএনজি সরবরাহ করে।

Next Article