AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

British East India Company: চরম প্রতিশোধ! ভারতকে লুঠেছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার মালিক এখন ভারতীয়রাই…

East India Company: ১৭৫৭ থেকে ১৮৫৭, এই ১০০ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন দেখেছিল দেশ। কিন্তু তারপর? এখন সেই সংস্থার মালিক কিন্তু ভারতীয়রাই!

British East India Company: চরম প্রতিশোধ! ভারতকে লুঠেছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার মালিক এখন ভারতীয়রাই...
Image Credit: Getty Images
| Updated on: Aug 03, 2025 | 7:10 AM
Share

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ছলে, বলে, কৌশলে এক সময় ভারত দখল করেছিল তারা। পলাশীর যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা দেখেছিল বাংলা তথা ভারত। আর নবাব সিরাজউদৌল্লার মৃত্যুর পর শেষ হয়ে গিয়েছিল স্বাধীন ভারতের শেষ স্বপ্ন। তারপর ১৭৫৭ থেকে ১৮৫৭, এই ১০০ বছর কোম্পানির শাসন দেখেছিল দেশ। কিন্তু তারপর?

১০০ বছরে সোনার ভারতকে লুঠ করেছিল কোম্পানি ও তার কর্মচারীরা। কিন্তু এই কোম্পানি এখন কী করে? তার মালিকই বা কে? তথ্য বলছে ১৮৫৭-র মহাবিদ্রোহের পর ১৯৭৪ সালে একপ্রকার বন্ধই হয়ে যায় এই সংস্থা। তারপর ২০১০ সালে এই সংস্থাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয়। আর এখানেই লুকিয়ে সেই প্রতিশোধের গল্প। যে কোম্পানি এক সময় ভারতকে লুঠ করেছিল, সেই সংস্থার মালিকানা চলে গেল এক ভারতীয়ের হাতেই।

আসলে ২০১০ সালে লন্ডন নিবাসী ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা এই সংস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসেন। আর তারপর ২০১১ সালে এই ব্যবসার একটি অংশীদারিত্ব কিনে ফেলেন আনন্দ মাহিন্দ্রা।

বর্তমানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলাসবহুল জিনসপত্র, উপহার সামগ্রী, বিলাসবহুল চা, কফি, খাবার, অন্য কোনও পানীয় ও গৃহস্থালীর জিনিসপত্রের দোকান হিসাবে চলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এ ছাড়াও এখানে স্বর্ণমুদ্রা, বিভিন্ন বই ও অন্যান্য নানা ধরনের পণ্য পাওয়া যায়।