AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stock Market Holidays 2023: নতুন বছরে এই ১৫ দিন বন্ধ থাকছে NSE ও BSE, দেখে নিন গোটা তালিকা

Stock Market Holidays 2023: নতুন বছরে মোট ১৫ দিন বন্ধ থাকবে ট্রেডিং। ছুটির দিনের তালিকা এক নজরে দেখে নিন।

| Edited By: | Updated on: Dec 29, 2022 | 7:30 AM
Share
বছর শেষ হতে আর হাতে মাত্র দু'দিন বাকি। নতুন বছরের ছুটির হিসেব এখনই হাতে চলে এসেছে। অনেকে শেয়ার বাজারে রীতিমতো প্রতিদিন ট্রেডিং করে থাকেন। সেইসব নাগরিকদের জন্য কবে বাজার বন্ধ থাকছে আর কবে খোলা থাকছে তা জেনে রাখা প্রয়োজনীয়। নয়তো ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ দিন মিস হয়ে যেতে পারে। এক নজরে দেখে নিন কবে কবে বন্ধ থাকছে শেয়ার বাজার।

বছর শেষ হতে আর হাতে মাত্র দু'দিন বাকি। নতুন বছরের ছুটির হিসেব এখনই হাতে চলে এসেছে। অনেকে শেয়ার বাজারে রীতিমতো প্রতিদিন ট্রেডিং করে থাকেন। সেইসব নাগরিকদের জন্য কবে বাজার বন্ধ থাকছে আর কবে খোলা থাকছে তা জেনে রাখা প্রয়োজনীয়। নয়তো ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ দিন মিস হয়ে যেতে পারে। এক নজরে দেখে নিন কবে কবে বন্ধ থাকছে শেয়ার বাজার।

1 / 7
২০২৩ সালে নতুন বছরে শনি ও রবিবার ছাড়া সাপ্তাহিক কাজের দিনেও মোট ১৫ দিন বন্ধ থাকবে বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। আসলে মোট ১৯ টি ছুটির দিন রয়েছে। তবে এর মধ্যে চারটি ছুটির দিন পড়ছে শনিবার ও রবিবারের মধ্যে।

২০২৩ সালে নতুন বছরে শনি ও রবিবার ছাড়া সাপ্তাহিক কাজের দিনেও মোট ১৫ দিন বন্ধ থাকবে বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। আসলে মোট ১৯ টি ছুটির দিন রয়েছে। তবে এর মধ্যে চারটি ছুটির দিন পড়ছে শনিবার ও রবিবারের মধ্যে।

2 / 7
ফেব্রুয়ারি ও জুলাই মাসে সাপ্তাহিক দিনে কোনও ছুটি নেই। তবে জানুয়ারি, মে, জুন, অগাস্ট, সেপ্টেম্বর ও ডিসেম্বরে সাপ্তাহিক দিনে একদিন করে বন্ধ থাকবে শেয়ার বাজারের ট্রেডিং। আর সাপ্তাহিক ছুটি ছাড়াও মার্চ, অক্টোবর, নভেম্বরে দু'দিন করে বন্ধ থাকবে বিএসই ও এনএসই। আর এপ্রিল মাসে সবথেকে বেশি দিনের জন্য থাকবে শেয়ারের বাজারের ট্রেডিং। এই মাসে সাপ্তাহিক দিনের মধ্যে তিনদিন বন্ধ থাকবে বাজার।

ফেব্রুয়ারি ও জুলাই মাসে সাপ্তাহিক দিনে কোনও ছুটি নেই। তবে জানুয়ারি, মে, জুন, অগাস্ট, সেপ্টেম্বর ও ডিসেম্বরে সাপ্তাহিক দিনে একদিন করে বন্ধ থাকবে শেয়ার বাজারের ট্রেডিং। আর সাপ্তাহিক ছুটি ছাড়াও মার্চ, অক্টোবর, নভেম্বরে দু'দিন করে বন্ধ থাকবে বিএসই ও এনএসই। আর এপ্রিল মাসে সবথেকে বেশি দিনের জন্য থাকবে শেয়ারের বাজারের ট্রেডিং। এই মাসে সাপ্তাহিক দিনের মধ্যে তিনদিন বন্ধ থাকবে বাজার।

3 / 7
জানুয়ারিতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার শেয়ার বাজারে বন্ধ থাকবে ট্রেডিং। মার্চ মাসে ৭ মার্চ মঙ্গলবার হোলির কারণে বন্ধ থাকবে এনএসই ও বিএসই। আর ৩০ মার্চ বৃহস্পতিবার রাম নবমীর কারণে বন্ধ থাকবে শেয়ার বাজারে ট্রেডিং।

জানুয়ারিতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার শেয়ার বাজারে বন্ধ থাকবে ট্রেডিং। মার্চ মাসে ৭ মার্চ মঙ্গলবার হোলির কারণে বন্ধ থাকবে এনএসই ও বিএসই। আর ৩০ মার্চ বৃহস্পতিবার রাম নবমীর কারণে বন্ধ থাকবে শেয়ার বাজারে ট্রেডিং।

4 / 7
এপ্রিল মাসে তিনদিন বন্ধ থাকছে শেয়ার বাজারের ট্রেডিং। সেই মাসে প্রথম ছুটি থাকবে ৪ এপ্রিল মঙ্গলবার। মহাবীর জয়ন্তী উপলক্ষে ট্রেডিং হবে না সেদিন। আর এর তিনদিন পরেই ৭ এপ্রিলও হবে না ট্রেডিং। সেদিন গুড ফ্রাইডের কারণে বাজার বন্ধ থাকবে। এর ঠিক সাতদিন পরেই ডাঃ বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী উপলক্ষে ১৪ এপ্রিল ট্রেডিং বন্ধ থাকবে। শনিবার ২২ এপ্রিল রমজ়ান ইদের কারণেও শেয়ার বাজার বন্ধ থাকবে।

এপ্রিল মাসে তিনদিন বন্ধ থাকছে শেয়ার বাজারের ট্রেডিং। সেই মাসে প্রথম ছুটি থাকবে ৪ এপ্রিল মঙ্গলবার। মহাবীর জয়ন্তী উপলক্ষে ট্রেডিং হবে না সেদিন। আর এর তিনদিন পরেই ৭ এপ্রিলও হবে না ট্রেডিং। সেদিন গুড ফ্রাইডের কারণে বাজার বন্ধ থাকবে। এর ঠিক সাতদিন পরেই ডাঃ বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী উপলক্ষে ১৪ এপ্রিল ট্রেডিং বন্ধ থাকবে। শনিবার ২২ এপ্রিল রমজ়ান ইদের কারণেও শেয়ার বাজার বন্ধ থাকবে।

5 / 7
এছাড়া ১ মে সোমবার মহারাষ্ট্রে দিবসের কারণে বন্ধ শেয়ার বাজার। ২৮ জুন বুধবার বকরি ইদের কারণে ট্রেডিং বন্ধ থাকবে। এদিকে ৭৬ তম স্বাধীনতা দিবসে ১৫ অগাস্ট মঙ্গলবার শেয়ার বাজারে বিকিকিনি স্থগিত থাকবে। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর কারণে মঙ্গলবার বন্ধ থাকবে শেয়ার বাজার। অন্যদিকে অক্টোবরে গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর সোমবার এবং ২৪ অক্টোবর মঙ্গলবার দশেহরার কারণে শেয়ার বাজার খুলবে না।

এছাড়া ১ মে সোমবার মহারাষ্ট্রে দিবসের কারণে বন্ধ শেয়ার বাজার। ২৮ জুন বুধবার বকরি ইদের কারণে ট্রেডিং বন্ধ থাকবে। এদিকে ৭৬ তম স্বাধীনতা দিবসে ১৫ অগাস্ট মঙ্গলবার শেয়ার বাজারে বিকিকিনি স্থগিত থাকবে। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর কারণে মঙ্গলবার বন্ধ থাকবে শেয়ার বাজার। অন্যদিকে অক্টোবরে গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর সোমবার এবং ২৪ অক্টোবর মঙ্গলবার দশেহরার কারণে শেয়ার বাজার খুলবে না।

6 / 7
Stock Market Holidays 2023: নতুন বছরে এই ১৫ দিন বন্ধ থাকছে NSE ও BSE, দেখে নিন গোটা তালিকা

7 / 7