ডাহা ফেল Jio-Airtel, ১ মাসের রিচার্জের দামে ১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, পাবেন এই সুবিধাগুলিও

ঈপ্সা চ্যাটার্জী |

Jul 07, 2024 | 12:24 PM

BSNL Recharge Plan: প্রতিটি টেলিকম সংস্থাই প্রায় ২৫ শতাংশ ট্যারিফ বাড়িয়েছে। বাকি সংস্থা যেখানে রিচার্জের দাম বাড়িয়েছে, সেখানেই সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল তাদের রিচার্জ ট্যারিফ বাড়ায়নি।

ডাহা ফেল Jio-Airtel, ১ মাসের রিচার্জের দামে ১৫০ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, পাবেন এই সুবিধাগুলিও
বিএসএনএলের সস্তা প্ল্যান।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: জুলাই মাস থেকেই বেড়েছে খরচ। একধাক্কায় মোবাইল রিচার্জের খরচ অনেকটাই বাড়িয়ে দিয়েছে জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া। প্রতিটি টেলিকম সংস্থাই প্রায় ২৫ শতাংশ ট্যারিফ বাড়িয়েছে। বাকি সংস্থা যেখানে রিচার্জের দাম বাড়িয়েছে, সেখানেই সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল তাদের রিচার্জ ট্যারিফ বাড়ায়নি। বরং বিএসএনএলের এমন কিছু প্ল্যান রয়েছে, যা বাকি সংস্থাগুলিকে বলে বলে গোল দেবে।

বিএসএনএলের চমকপ্রদ কিছু প্ল্য়ান-

১০৭ টাকার প্ল্যান-

বিএসএনএলের অন্যতম সস্তা একটি প্ল্যান হল ১০৭ টাকার রিচার্জ প্ল্যান। এতে ৩৫ দিনের ভ্যালিডিটি মেলে। এতে ৩ জিবির ৪জি ডেটা পাওয়া যায়। পাশাপাশি ২০০ মিনিটের ফ্রি ভয়েস কলের সুবিধা মেলে।

১৯৭ টাকার প্ল্যান-

১৯৭ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ৭০ দিনের। এতে ২জিবি ৪জি ডেটা পাবেন। পাশাপাশি আনলিমিটেড কলিং ও দৈনিক ১০০টি এসএমএস পাবেন প্রথম ১৮ দিনের জন্য। ১৯৯ টাকার রিচার্জ করলে ৭০ দিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।

৩৯৭ টাকার প্ল্যান-

বিএসএনএলের ৩৯৭ টাকার রিচার্জ করলে ১৫০ দিনের বৈধতা মেলে। এতে ২ জিবি ৪জি ডেটা পাওয়া যায় প্রথম ৩০ দিনের জন্য।

৭৯৭ টাকা প্ল্যান-

৭৯৭ টাকার রিচার্জের বৈধতা ৩০০ দিন। এতে প্রথম ৬০ দিনে ২জিবি ৪জি ডেটা পাওয়া যায়।

১৯৯৯ টাকার প্ল্যান-

১৯৯৯ টাকার রিচার্জে এক বছরের বৈধতা পাওয়া যায়। এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধা যেমন পাওয়া যায়, তেমনই ৬০০ জিবি ৪জি ডেটাও পাওয়া যায়। এছাড়া এই রিচার্জ করলে বিএসএনএল টিউন সহ একাধিক সুবিধাও পাওয়া যায়।

Next Article