BSNL-এর পৌষ মাস, বাকিদের সর্বনাশ! কোমা থেকে বেরিয়ে রাতারাতি গড়ল ইতিহাস
BSNL: টেলিকম অথারিটি অব ইন্ডিয়া-র তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে বিএসএনএল ২ লক্ষ ৯৪ হাজার গ্রাহক সংখ্যা বেড়েছে। সেখানেই বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহক খুইয়েছে।
নয়া দিল্লি: ইতিহাস গড়ল বিএসএনএল। রাতারাতিই যেন ভাগ্য বদলে গেল দেশের একমাত্র সরকারি টেলিকম সংস্থার। যেখানে রিলায়েন্স জিয়ো, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার সর্বনাশ হয়েছে, সেখানেই পৌষমাস বিএসএনএলের। কী সেই ইতিহাস? প্রথমবার রেকর্ড সংখ্যক গ্রাহক বাড়ল বিএসএনএলের। জুলাই মাসে ২.৯৪ মিলিয়ন অর্থাৎ ২ লক্ষ ৯৪ হাজার নতুন গ্রাহক পেল বিএসএনএল।
জুলাই মাসে গ্রাহকদের বড় ধাক্কা দিয়েছিল দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি। একে একে রিলায়েন্স জিয়ো, এয়ারটেল, ভোডাফোন তাদের রিচার্জ ট্যারিফ বাড়িয়েছিল। একধাক্কায় প্রায় ২৫ শতাংশ ট্যারিফ বাড়ানোর পরই টেলিকম সংস্থাগুলির দিক থেকে মুখ ফেরায় গ্রাহকরা। খরচ কমাতে বেছে নেন বিএসএনএল-কে।
টেলিকম অথারিটি অব ইন্ডিয়া-র তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে বিএসএনএল ২ লক্ষ ৯৪ হাজার গ্রাহক সংখ্যা বেড়েছে। সেখানেই বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহক খুইয়েছে। একদিকে ভারতী এয়ারটেল ১৬,৯৪,৩০০ গ্রাহক খুইয়েছে। ভোডাফোন-আইডিয়ার গ্রাহক সংখ্যা কমেছে ১৪,১৩,৯১০। জিয়ো খুইয়েছে ৭,৫৮,৪৬৩ গ্রাহক।
গ্রাহক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই মার্কেট শেয়ারও বেড়েছে বিএসএনএল। জুনে যেখানে ৭.৩৩ শতাংশ মার্কেট শেয়ার ছিল বিএসএনএলের, সেখানেই জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৭.৫৯ শতাংশে। রিলায়েন্সের মার্কেট শেয়ারে লক্ষ্যনীয় পরিবর্তন না হলেও, এয়ারটেল ও ভোডাফোনের শেয়ারে ধস নেমেছে।
জুলাই মাসে মোবাইল নম্বর পোর্ট-ও লক্ষ্যনীয়ভাবে বেড়েছে। প্রায় ২০ লক্ষ গ্রাহক নিজেদের নম্বর পোর্ট করেছেন।