8300010001 ফোন নম্বরের দাম শুরু ২৫,০০০ টাকা থেকে! পছন্দের নম্বর নিতে খরচ কত?
Premium Numbers: বিএসএনএলের তরফে ১১ নভেম্বর থেকে প্রিমিয়াম নম্বরের ই-অকশন শুরু করা হচ্ছে। আগামী ২০ নভেম্বর অবধি এই নিলাম চলবে। পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, কেরল, তামিলনাড়ু ও উত্তর প্রদেশের পশ্চিমে এই প্রিমিয়াম নম্বর নিলাম হচ্ছে।
কলকাতা: নতুন ফোন নম্বর নিতে গিয়ে অনেকেরই মাথায় চিন্তা থাকে যে সেই নম্বর কেমন হবে। সহজেই মুখস্থ হয়, এমন নম্বর পাবেন নাকি অত্যন্ত খটমট কোনও নম্বর পাবেন। অনেকেরই সংখ্যায় দুর্বলতা থাকে, কিছুতেই তারা কোনও সংখ্য়া মনে থাকে না। তবে অনেকেই এটা জানেন না যে টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের নিজের পছন্দ মতো নম্বর বেছে নেওয়ার সুবিধা দেয়। এগুলিকে ভ্যানিটি বা প্রিমিয়াম নম্বর বলা হয়। এই ধরনের নম্বর পাওয়ার জন্য গ্রাহকদের গ্যাঁটের কড়ি খরচ করতে হয়। আপনারও যদি এইধরনের প্রিমিয়াম নম্বর ব্য়বহার করার ইচ্ছা থাকে, তবে দারুণ সুযোগ দিচ্ছে বিএসএনএল। রাষ্ট্রায়ত্ব সংস্থার তরফে অনলাইনে নিলাম বা ই-অকশন শুরু করা হল।
বিএসএনএলের তরফে ১১ নভেম্বর থেকে প্রিমিয়াম নম্বরের ই-অকশন শুরু করা হচ্ছে। আগামী ২০ নভেম্বর অবধি এই নিলাম চলবে। পশ্চিমবঙ্গ, গুজরাট, ঝাড়খণ্ড, কেরল, তামিলনাড়ু ও উত্তর প্রদেশের পশ্চিমে এই প্রিমিয়াম নম্বর নিলাম হচ্ছে।
প্রিমিয়াম নম্বরের দাম কত?
বিভিন্ন নম্বর প্যাটার্নের অকশন বা নিলাম হচ্ছে।
প্যাটার্ন-১ এর অধীনে-
8300000022 নম্বরের নিলাম শুরু হচ্ছে ২৫ হাজার টাকা থেকে।
8300001234 নম্বরের নিলাম শুরু হচ্ছে ১০ হাজার টাকা থেকে।
8300012345 নম্বরের নিলাম শুরু হচ্ছে ১০ হাজার টাকা থেকে।
প্যাটার্ন-২ এর অধীনে
8300010001 নম্বরের নিলাম শুরু হচ্ছে ৮ হাজার টাকা থেকে।
8300020002 নম্বরেরও নিলাম শুরু হচ্ছে ৮ হাজার টাকা থেকে।
8300030003 নম্বরের নিলাম শুরু হচ্ছে ৮ হাজার টাকা থেকে।
প্যাটার্ন-৩ এর অধীনে
8300081000 নম্বরের নিলাম শুরু হচ্ছে ৫ হাজার টাকা থেকে।
8300082000 নম্বরের নিলাম শুরু হচ্ছে ৫ হাজার টাকা থেকে।
8300083000 নম্বরের নিলাম শুরু হচ্ছে ৫ হাজার টাকা থেকে।