Budget 2023 Expectation: সস্তা হবে মোবাইল থেকে জামাকাপড়, আসন্ন বাজেটে কী কী পণ্যের দাম বাড়বে জানেন?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 26, 2023 | 7:30 AM

Budget 2023: যে পণ্যগুলির উপরে আবগারি শুল্ক বাড়ানো হবে বলে কেন্দ্রের পরিকল্পনা, সেগুলি হল প্রাইভেট জেট, হেলিকপ্টার থেকে শুরু করে উচ্চ মানের ইলেকট্রনিক পণ্য, প্লাস্টিকের পণ্য, গয়না, উচ্চ মানের চকচকে কাগজ ও ভিটামিন।

Budget 2023 Expectation: সস্তা হবে মোবাইল থেকে জামাকাপড়, আসন্ন বাজেটে কী কী পণ্যের দাম বাড়বে জানেন?
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আর দিন কয়েক পরই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023)। প্রতিবারের মতো এবারও বাজেট ঘিরে প্রত্যাশা অনেক। আয়করে ছাড় থেকে কৃষি, শিল্প ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি, বাজেটে একাধিক বিষয়ের উপরে নজর থাকে সাধারণ মানুষের। তবে বাজেটে সবথেকে বেশি যে বিষয়ের উপরে নজর থাকে, তা হল কোন পণ্যের দাম বাড়ল আর কোন পণ্যের দাম কমল। কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী ১ ফেব্রুয়ারি যে বাজেট পেশ হতে চলেছে, তাতে কমপক্ষে ৩৫টি পণ্যের দাম বাড়তে চলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই কী কী পণ্যের দাম বাড়ানো হবে, তার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এই পণ্যগুলির উপরে বাড়ানো হতে পারে আবগারি শুল্ক (Export Duty)।

যে পণ্যগুলির উপরে আবগারি শুল্ক বাড়ানো হবে বলে কেন্দ্রের পরিকল্পনা, সেগুলি হল প্রাইভেট জেট, হেলিকপ্টার থেকে শুরু করে উচ্চ মানের ইলেকট্রনিক পণ্য, প্লাস্টিকের পণ্য, গয়না, উচ্চ মানের চকচকে কাগজ ও ভিটামিন। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা হল বিদেশ থেকে পণ্য আমদানি কমানো এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্যের উপরে জোর দেওয়া।

কোন কোন পণ্যের দাম কমতে পারে? 

আসন্ন কেন্দ্রীয় বাজেটে মোবাইল ফোন, চার্জার, বিভিন্ন রাসায়নিক পণ্যের দাম কমতে পারে।

জামাকাপড় থেকে শুরু করে চামড়ার পণ্যের দামও কমতে পারে।

এছাড়া ইমিটেশনের গয়না, পেট্রোলিয়াম জাতীয় পণ্য, রাসায়নিক পণ্য, কৃষিকাজে ব্যবহৃত পণ্যের দাম কমতে পারে।

 কী কী পণ্যের দাম বাড়বে?

সূত্রের খবর, এবারের বাজেটে দাম বাড়তে পারে প্রাইভেট জেট, মূল্যবান ধাতু ও পাথরের গয়না, প্লাস্টিকজাত পণ্য, এক্স-রে মেশিন প্রভৃতির। দাম বাড়তে পারে ভিটামিন জাতীয় পণ্যের।

Next Article