Budget 2024: গ্রামের মানুষের নিজের বাড়ির স্বপ্ন পূরণ হবে এবার! বড় ঘোষণা হতে পারে বাজেটে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 04, 2024 | 8:06 PM

Budget 2024: গ্রামবাসীদের জীবনযাত্রার মান উন্নত করতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্প চালাচ্ছে। এর অধীনে, গত আট বছরে, ২.৬০ কোটিরও বেশি পরিবারের ছাদ শক্ত হয়েছে। সরকার আগামী বছরগুলিতে গ্রামে অতিরিক্ত ২ কোটি বাড়ি নির্মাণ করবে, যা এই বছরের বাজেটে ঘোষণা করা হতে পারে।

Budget 2024: গ্রামের মানুষের নিজের বাড়ির স্বপ্ন পূরণ হবে এবার! বড় ঘোষণা হতে পারে বাজেটে
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: সবাই নিজের বাড়ির স্বপ্ন দেখেন, কিন্তু গ্রামাঞ্চলের বহু মানুষের এই স্বপ্ন পূরণ করা হয় না। স্বল্প আয়ের কারণে অনেকের পক্ষে স্থায়ী বাড়ি তৈরি করা সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার দিকে তাকিয়ে আছেন অনেকেই। তাঁদের এই আশা পূরণ হতে পারে ২০২৪-২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেটে। একটি রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দুটি সরকারী সূত্র বলছে যে গ্রামীণ আবাসনের উপর ভর্তুকি বাড়ানো হতে পারে। ৫০ শতাংশ বাড়তে পারে ভর্তুকি।

গ্রামবাসীদের জীবনযাত্রার মান উন্নত করতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) প্রকল্প চালাচ্ছে। এর অধীনে, গত আট বছরে, ২.৬০ কোটিরও বেশি পরিবারের ছাদ শক্ত হয়েছে। সরকার আগামী বছরগুলিতে গ্রামে অতিরিক্ত ২ কোটি বাড়ি নির্মাণ করবে, যা এই বছরের বাজেটে ঘোষণা করা হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী কয়েক বছরে এই ক্ষেত্রে ৪ লক্ষ কোটি টাকা ব্যয় করা হবে। এ জন্য আবাসনে ভর্তুকি বাড়ানো হতে পারে।

বর্তমানে ইট ও সিমেন্টের দাম অনেক বেড়েছে। কাঁচামালের ক্রমবর্ধমান খরচের কথা মাথায় রেখে ভর্তুকি বাড়ানোর প্রস্তাব দিয়েছে পল্লী উন্নয়ন মন্ত্রক। গত মাসে কেন্দ্রে সরকার গঠনের পর, মোদী সরকারের মন্ত্রিসভা গ্রামীণ ও শহরাঞ্চলে ৩ কোটি বাড়ি নির্মাণে সহায়তা করার কথা ঘোষণা করেছিল। তবে এই বিষয়ে কোনও তথ্য বা খরচের হিসেব দেওয়া হয়নি।

Next Article