Byju-র কর্মীদের জন্য দুঃখের খবর, আগামী মার্চ মাসের মধ্যেই চাকরি খোয়াবেন ২৫০০ কর্মী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 14, 2022 | 8:00 AM

BYJU Cut Off: সংস্থার তরফে জানানো হয়েছে, কর্মদক্ষতা বাড়াতে ও অতিরিক্ত পদ কমাতেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে। স্বল্প  সংখ্যক কর্মী নিয়েই টিউশন সেন্টার ও অনলাইনে হাইব্রিড টিচিং মডেলে পড়ানো হবে।

Byju-র কর্মীদের জন্য দুঃখের খবর, আগামী মার্চ মাসের মধ্যেই চাকরি খোয়াবেন ২৫০০ কর্মী
একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এড-টেক সংস্থা বাইজুস (Byju's) নিজেদের রিফান্ড পলিসিতে কিছু পরিবর্তন এনেছে। এই মর্মে কোনও পড়ুয়াদের কোর্স অফার করার আগে তাদের বাবা-মাকে নিজেদের সন্তানের পড়াশোনার খরচ বহন করার ক্ষমতা প্রমাণ করতে হবে।

Follow Us

নয়া দিল্লি: ফের শুরু হয়েছে কর্মী ছাঁটাই। এডুটেক সংস্থা বাইজু’স আগামী মার্চ মাসের মধ্য়ে নিজেদের সংস্থাকে আরও লাভজনক করার জন্য কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল। জানা গিয়েছে, ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। আগামী ৬ মাসের মধ্যে প্রায় ২৫০০ কর্মীকে ছাঁটাই করা হবে। মূলত মার্কেটিং ও অপারেশনাল টিম থেকেই কর্মী ছাঁটাই করা হবে।

বাইজুসের সহ-প্রতিষ্ঠাতা দিব্যা গোকুলনাথ জানান, সংস্থার তরফে এবার ব্রান্ড সচেতনতা গড়ার দিকে বিশেষ নজর দেওয়া হবে। বিদেশের একাধিক সংস্থার সঙ্গে অংশীদারিতে ভারত ও বিদেশে ১০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। দিব্যা বলেন, “২০২৩ সালের মার্চ মাসের মধ্যে সংস্থাকে লাভজনক বানানোর পরিকল্পনা করা হয়েছে। দেশজুড়ে ব্রান্ড সচেতনতা তৈরি করা হবে। মার্কেটিং বাজেট কমিয়ে গোটা বিশ্বে পরিচিতি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এরজন্য অপারেশনাল খরচও কমানো হবে।”

বাইজুসের অধীনেই এবার মেরিটনেশন, টিউটরভিস্তা, স্কলার ও হ্যাশলার্ন সংস্থাগুলিও কাজ করবে বলেই জানানো হয়েছে সংস্থার তরফে। আকাশ ও গ্রেট লার্নিং ইন্সটিটিউট অংশীদারিতে কাজ করলেও তারা একক সংগঠন হিসাবেই পরিচিত হবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, কর্মদক্ষতা বাড়াতে ও অতিরিক্ত পদ কমাতেই কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়েছে। স্বল্প  সংখ্যক কর্মী নিয়েই টিউশন সেন্টার ও অনলাইনে হাইব্রিড টিচিং মডেলে পড়ানো হবে। মার্কেটিং ও অপারেশনাল টিম থেকে কর্মী ছাঁটাই করে  তার বদলে ১০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। আগামী ৬ মাসের মধ্যেই এই শিক্ষকদের নিয়োগ করা হবে। ভারত ছাড়াও আমেরিকা থেকেও কর্মী নিয়োগ করা হবে।

অন্যদিকে, আগামী মার্চ মাসের মধ্যে চাকরি খোয়াতে পারেন ২৫০০ কর্মী। উল্লেখ্য, বর্তমানে বাইজুসে প্রায় ৫০ হাজার কর্মী রয়েছে।

Next Article