নয়া দিল্লি: ঘুরতে যাচ্ছেন, হঠাৎ কোনও কারণে পরিকল্পনা বাতিল করতে হয়েছে। টিকিট বাতিল করলে, ক্যানসেলেশন ফি বাবদ কেটে নেওয়া হয় বেশ কিছু টাকা। এক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন থাকে, এই টিকিটি অন্য কাউকে হস্তান্তর বা ট্রান্সফার করা যায়?
ভারতীয় রেলের এমন অনেক নিয়ম রয়েছে, যা অনেকেরই অজানা। আপনার যদি ট্রেনের টিকিট কাটা থাকে, এবং শেষ মুহূর্তে কোনও কারণে যাত্রার প্ল্যান বাতিল হয়ে যায়, তবে সরাসরি টিকিট বাতিলের বদলে আপনি টিকিট ট্রান্সফারও করতে পারেন। এর জন্য অতিরিক্ত কোনও খরচও দিতে হয় না।
টিকিট ক্যানসেল করলে ন্যূনতম একটি ক্যানসেলেশন চার্জ দিতে হয়। টিকিট ট্রান্সফারের ক্ষেত্রে সেই চার্জ লাগে না। তবে মাথায় রাখা দরকার যে একমাত্র কনফার্ম টিকিটই ট্রান্সফার করা যায়। ওয়েটিং বা আরএসি টিকিট ট্রান্সফার করা যায় না।
টিকিট ট্রান্সফারের জন্য টিকিটের প্রিন্টআউট এবং যার কাছে আপনি টিকিট ট্রান্সফার করবেন, তার পরিচয়পত্র নিয়ে রেলওয়ের কাউন্টারে জমা দিতে হবে।
তাহলেই টিকিট ট্রান্সফার হয়ে যাবে।
আপনি যদি অনলাইনে টিকিট কাটেন, সেক্ষেত্রেও আপনাকে রেলের কাউন্টারে গিয়েই টিকিট ট্রান্সফার করতে হবে।
তবে এই টিকিট ট্রান্সফার শুধুমাত্র পরিবারের সদস্যদের মধ্যেই করা যায়। অর্থাৎ আপনি আপনার স্ত্রী, মা-বাবা, ভাই-বোন বা পুত্র-কন্যার নামে ট্রান্সফার করা যায়।