Interest Rates : পুজোয় ফুলে ফেঁপে উঠবে আপনার পকেট, সুদের হার বাড়াল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 09, 2022 | 8:30 AM

Interest Rates : স্থায়ী আমানতে সুদের হার বাড়াল কানাড়া ব্যাঙ্ক। ১৩৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে সুদের হার।

Interest Rates : পুজোয় ফুলে ফেঁপে উঠবে আপনার পকেট, সুদের হার বাড়াল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
প্রতীকী চিত্র

Follow Us

উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য খুশির খবর নিয়ে এল কানাড়া ব্যাঙ্ক। উৎসবের মধ্যেই নিজেদের ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ১৩৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে কানাড়া ব্যাঙ্ক। এখন থেকে স্থায়ী আমানতে বেশি রিটার্ন পাবেন গ্রাহকরা। কানাড়া ব্যাঙ্কের ওয়েবাসাইট অনুসারে গত ৭ অক্টোবর (শুক্রবার) থেকে কার্যকর হয়েছে এই নয়া সুদের হার। ফলে মুখে চওড়া হাসি গ্রাহকদেরও।

বর্তমানে কানাড়া ব্যাঙ্কের বিভিন্ন সময়ের স্থায়ী আমানতে সুদের হার :

৭ থেকে ৪৫ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে – ৩.২৫ শতাংশ সুদের হার
৪৬ দিন থেকে ৯০ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে – ৪.২৫ শতাংশ

৯১ থেকে ১৭৯ দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে – ৪.৫ শতাংশ

১৮০ থেকে দিনের স্থায়ী আমানতের ক্ষেত্রে – ৫.৯ শতাংশ। আর এই একই মেয়াদের জন্য প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৬.৪ শতাংশ।

২৭০ দিন থেকে ১ বছরের কম সময়ের জন্য স্থায়ী আমানতের ক্ষেত্রে – ৬ শতাংশ এবং এক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৫ শতাংশ।

১ বছর মেয়াদের স্থায়ী আমানতে কানাড়া ব্যাঙ্ক সাধারণ জনগণের জন্য ৬.৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশ সুদ দেয়। ১ বছরের বেশি এবং ২ বছরের কম মেয়াদী আমানতে এখন সাধারণ জনগণের জন্য ৬.৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশ সুদের হারে সুদ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, সম্প্রতি আবারও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে রেপো রেট বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। কোনও এক বছরে এই প্রথম চারবার রেপো রেট বৃদ্ধি করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। তারপরই একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি নিজেদের আমানতে সুদের হার বাড়িয়েছে।

Next Article