কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইপিএফ সদস্যদের অ্যাকাউন্টে সুদের হার কমানো হবে না। ঘোষিত হারেই সুদ পাবেন ইপিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা। নয়া কর ব্যবস্থার জন্য সফটওয়্যারের আপডেট করা হচ্ছে। সেই কারণে সুদ দিতে দেরি হচ্ছে মাত্র তবে সকলে সমান হারেই পাবেন সুদ। সুদের ক্ষেত্রে কোনও কাঁটছাঁট করা হবে না। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সকল ইপিএফ সদস্যকে আস্বস্ত করেছে যে চিন্তার কোনও কারণ নেই। এদিকে সুদ জমা পড়ার আগে যদি কোনও ব্যক্তি ইপিএফ-এৎ সঙ্গে যুক্ত নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে চান, তাহলে অবিলম্বে তা আপডেট করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। সময় মতো অ্যাকাউন্ট আপডেট করলে ভবিষ্যতে ইপিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না আমানতকারীকে।
এই ফিসক্যাল বছরের জন্য ইপিএফ আমানতে সরকার সুদ দিচ্ছে ৮.১ শতাংশ। যেখানে গত অর্থবর্ষে সুদের হার ছিল ৮.৫ শতাংশ। এদিকে ডিজিটাল উপায়েই একাধিক প্রক্রিয়া সম্পন্ন করার সুবিধা দিয়েছে। এবার অনলাইনেই কীভাবে ব্যাঙ্ক আপডেট করবেন বিস্তারিত জেনে নিন: