Superfast Trains : ১৩০ টি ট্রেনকে ‘সুপারফাস্ট’ তকমা দিয়ে ভাড়া বাড়াল রেল

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Oct 08, 2022 | 9:32 PM

Superfast Trains : ১৩০ টি মেল-এক্সপ্রেসকে সুপারফাস্ট তকমা দিয়েছে ভারতীয় রেলওয়ে। এর পাশপাশি ভাড়াও বাড়ানো হয়েছে এইসব ট্রেনগুলির সমস্ত শ্রেণির ক্ষেত্রে।

Superfast Trains :  ১৩০ টি ট্রেনকে সুপারফাস্ট তকমা দিয়ে ভাড়া বাড়াল রেল
ছবি সৌজন্যে : PTI

Follow Us

সারা দেশে ১৩ টি মেল এক্সপ্রেস ট্রেনকে ‘সুপারফাস্ট’-এ পরিণত করেছে ভারতীয় রেলওয়ে। এর ফলে এই ট্রেনগুলির বিভিন্ন শ্রেণির টিকিটের দাম বেড়েছে। এর আওতায় ট্রেনের এসি-১ ও এক্সিকিউটিভ ক্লাসে যাত্রী পিছু টিকিটের ভাড়া বেড়েছে ৭৫ টাকা। এসি-২, ৩, চেয়ার কারে বেড়েছে ৪৫ টাকা এবং স্লিপার ক্লাসে যাত্রী পিছু ৩০ টাকা বাড়ানো হয়েছে। এইভাবে, কোনও একটি PNR (ছয় যাত্রী) বুকিংয়ে যাত্রীদের এসি-১ এ ৪৫০ টাকা, এসি-২ এ ২৭০ টাকা, এসি ৩ ও স্লিপার ক্লাসে ১৮০ টাকা অতিরিক্ত দিতে হবে। উৎসবের মরশুমেই এই ব্যবস্থা চালু করেছে ভারতীয় রেলওয়ে।

১ অক্টোবর থেকে এই ১৩০ টি ট্রেনের ভাড়া বাড়ানো ব্যবস্থা হয়েছে। তবে ভাড়া বাড়ালেও এই সমস্ত ট্রেনে প্রাপ্ত বিভিন্ন পরিষেবার মান উন্নয়ন হয়নি। ক্যাটারিং,যাত্রী নিরাপত্তা এইসব বিভিন্ন ক্ষেত্রে কোনও বাড়তি সুবিধা পাবেন না যাত্রীরা। কিন্তু এই ১৩০ টি ট্রেনের মধ্যে কোনও ট্রেনে যাত্রা করলে যাত্রীদের পকেট থেকে খসবে অতিরিক্ত টাকা। উল্লেখ্য, রেলওয়ের নিয়ম অনুযায়ী,গড়ে প্রতি ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে চলা ট্রেনগুলিকে সময় সারণীতে ‘সুপারফাস্ট’ হিসেবে বিবেচনা করা হয়।

বিশেষজ্ঞরা বলছেন,গত ৪৫ বছর ধরে ভারতীয় রেল কোনও ট্রেনের গড় গতিবেগ বাড়ায়নি। চার দশক ধরে মেল-এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ রয়েছে ৫০ থেকে ৫৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। যেখানে রেলওয়ের প্রিমিয়াম রাজধানী, শতাব্দী, দুরন্ত ট্রেন ইত্যাদির গড় গতিবেগ ৭০-৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এক্ষেত্রে দুঃখের বিষয়, ১৫ থেকে ২০ শতাংশ ট্রেন কখনোই সময়মতো গন্তব্যে পৌঁছায় না। ৬০ শতাংশ ট্রেন ১৫-২০ মিনিট দেরি করে গন্তব্যস্থলে পৌঁছায়।

 

Next Article