AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Ticket Cancellation Rules: শেষ মুহূর্তে ট্রেনের টিকিট বাতিল করেছেন? কত টাকা রিফান্ড পাবেন জেনে নিন…

Indian Railways: যদি ৪৮ ঘণ্টার থেকে কম সময়ে বা ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করেন, তবে টিকিটের মূল্যের ২৫ শতাংশ ক্যানসেলেশন ফি বাবদ কেটে নেওয়া হয়।

Train Ticket Cancellation Rules: শেষ মুহূর্তে ট্রেনের টিকিট বাতিল করেছেন? কত টাকা রিফান্ড পাবেন জেনে নিন...
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 7:25 AM
Share

নয়া দিল্লি: কোথাও যাবে টিকিট কেটেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে কোনও দরকারি কাজ পড়ে যাওয়ায় ট্রেনের টিকিট (Train Ticket) বাতিল করতে হয়েছে? তবে চিন্তার কোনও কারণ নেই, টিকিট কাটতে যে টাকা খরচ হয়েছে, তা ফেরত পেয়ে যাবেন আপনি। তবে শেষ মুহূর্তে ক্যানসেল করার জন্য ক্যানসেলেশন ফি (Cancellation Fee) বাবদ টিকিট মূল্যের একটা নির্দিষ্ট অঙ্ক কেটে নেওয়া হয়।আপনার টিকিটের স্টেটাস (Ticket Status), অর্থাৎ তা কনফার্ম নাকি আরএসি বা ওয়েটিং লিস্টে রয়েছে, সেই অনুযায়ী টিকিট থেকে ক্যানসেলেশন ফি কেটে নেওয়া হয়। কতদিন আগে আপনি টিকিট ক্যানসেল করছেন, তার উপরও নির্ভর করে ক্যানসেলেশন ফি। এছাড়া টিকিটের ধরন অর্থাৎ এসি ফার্স্ট ক্লাস, এসি চেয়ারকার, সেকেন্ড ক্লাসের উপরও নির্ভর করে ক্য়ানসেলেশন ফি।

টিকিট বাতিল করলে কীভাবে টাকা ফেরত পাবেন?

যাত্রার ৪৮ ঘণ্টা আগে আপনি যদি কনফার্ম টিকিট বাতিল করেন, তবে

  • এসি ফার্স্ট বা এগজেকিউটিভ ক্লাসের যাত্রীদের ক্যানসেলেশন ফি বাবদ টিকিটের মূল্য় থেকে ২৪০ টাকা কেটে নেওয়া হবে।
  • এসি-২ টায়ার বা ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ২০০ টাকা ক্যানসেলেশন ফি লাগবে।
  • এসি ৩-টায়ার বা এসি চেয়ার ক্লাসের ক্ষেত্রে ১৮০ টাকা ক্যানসেলেশন ফি লাগবে।
  • সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে ৬০ টাকা লাগে ক্যানসেলেশন ফি বাবদ।

যদি ৪৮ ঘণ্টার থেকে কম সময়ে বা ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করেন, তবে টিকিটের মূল্যের ২৫ শতাংশ ক্যানসেলেশন ফি বাবদ কেটে নেওয়া হয়।

আপনি যদি ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে টিকিট বাতিল করেন, তবে টিকিটের মোট মূল্যের ৫০ শতাংশ ক্যানসেলেশন ফি হিসাবে কেটে নেওয়া হবে।

আরএসি বা ওয়েটিং লিস্টের যাত্রীদের ক্ষেত্রে ক্লার্কেজ চার্জ ছাড়া বাকি সম্পূর্ণ টাকাই ফেরত দিয়ে দেওয়া হয়।