Central Bank of India FD Rates : গ্রাহকদের জন্য সুখবর, সেন্ট্রাল ব্যাঙ্কের FD-তে আরও বাড়ল সুদের হার

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 11, 2022 | 6:06 PM

Central Bank of India FD Rates : সম্প্রতি ৫০ বেসসি পয়েন্ট রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। তারপরই একে একে বিভিন্ন ব্যাঙ্ক EMI তে সুদের হার বাড়িয়েছে। এবার সেন্ট্রাল ব্যাঙ্ক নিজেদের FD-তে বাড়াল সুদের হার।

Central Bank of India FD Rates : গ্রাহকদের জন্য সুখবর, সেন্ট্রাল ব্যাঙ্কের FD-তে আরও বাড়ল সুদের হার
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

ফিক্সড ডিপোজ়িট (FD) বা স্থায়ী আমানতের সুদের হার পরিবর্তন করল সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Central Bank of India)। ১০ জুন থেকে এই সুদের হার কার্যকর করা হয়েছে। এর একদিন আগেই রিজ়ার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে রেপো রেট বদলের ঘোষণা করা হয়। রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করে রিজ়ার্ভ ব্যাঙ্ক। এর জেরে বিগত কয়েক মাসের মধ্যেই কেন্দ্রীয় ব্যাঙ্কের রেপো রেট বেড়ে যায় ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে এবার ব্যাঙ্কগুলিও সুদের হার পরিবর্তন করছে। সেই পথে হেঁটেই পরিবর্তিত সুদের হার ঘোষণা করল সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

২ কোটি টাকা পর্যন্ত পরিমাণের FD-তে সুদের হার :

৭ থেকে ১৪ দিন মেয়াদের জন্য সুদের হার ২.৭৫ শতাংশ। ১৫ থেকে ৩০ দিন মেয়াদের জন্য সুদের হার ২.৯ শতাংশ। ৩১ থেকে ৪৫ দিন মেয়াদের জন্য সুদের হার ২.৯ শতাংশ। ৪৬ থেকে ৫৯ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.২৫ শতাংশ। ৬০ থেকে ৯০ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.২৫ শতাংশ। ৯১ থেকে ১৭৯ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.৮ শতাংশ। ১৮০ থেকে ২৭০ দিন মেয়াদের জন্য সুদের হার ৪.৩৫ শতাংশ। ২৭১ থেকে ৩৬৪ দিন মেয়াদের জন্য সুদের হার ৪.৩৫ শতাংশ।

এদিকে এক থেকে দুই বছর মেয়াদের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার ৫.২ শতাংশ। দুই থেকে তিন বছর মেয়াদের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার ৫.৩ শতাংশ। তিন থেকে পাঁচ বছর মেয়াদের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার ৫.৩৫ শতাংশ। এক থেকে দুই বছর মেয়াদের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার ৫.৬ শতাংশ।

২ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত পরিমাণের ফিক্সড ডিপোজিটে সুদের হার :

৭ থেকে ১৪ দিন মেয়াদের জন্য সুদের হার ৩ শতাংশ। ১৫ থেকে ৩০ দিন মেয়াদের জন্য সুদের হার ৩ শতাংশ। ৩১ থেকে ৪৫ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.১ শতাংশ। ৪৬ থেকে ৫৯ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.১ শতাংশ। ৬০ থেকে ৯০ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.১ শতাংশ। ৯১ থেকে ১৭৯ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.২ শতাংশ। ১৮০ থেকে ২৭০ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.৩ শতাংশ। ২৭১ থেকে ৩৬৪ দিন মেয়াদের জন্য সুদের হার ৩.৫ শতাংশ।

এদিকে এক থেকে দুই বছর মেয়াদের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার ৪ শতাংশ। দুই থেকে তিন বছর মেয়াদের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার ৪.১ শতাংশ। তিন থেকে পাঁচ বছর মেয়াদের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার ৪.২ শতাংশ। এক থেকে দুই বছর মেয়াদের ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার ৪.৩ শতাংশ।

Next Article