লন্ডন: সারা বিশ্বের মধ্যে সেরা হলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। লন্ডনে, ২০২৩ সালের ‘গভর্নর অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে তাঁকে সম্মান জানাল সেন্ট্রাল ব্যাঙ্কিং অ্যাওয়ার্ডস সংস্থা। শক্তিকান্ত দাসলকে পুরস্কৃত করে আয়োজকরা বলেছেন, শক্তিকান্ত দাস ‘গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কারগুলিকে মজবুত করেছেন, অর্থ প্রদানের বিশ্বসেরা উদ্ভাবনের তত্ত্বাবধান করেছেন এবং অবিচলিত হাতে ও সুনিপুণভাবে কঠিন সময়ে ভারতীয় অর্থনীতীকে এগিয়ে নিয়ে গিয়েছেন’। বুধবার (১৪ জুন) আরবিআই-এর গভর্নরের এই সম্মান প্রাপ্তির খবর প্রকাশের পর, সব মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে শক্তিকান্ত দাসকে। আরবিআই-এর দ্বিতীয় গভর্নর হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। এর আগে, ২০১৫ সালে আরবিআই-এর তৎকালীন গভর্নর রঘুরাম রাজনও এই সম্মান পেয়েছিলেন।
চলতি বছরের মার্চ মাসেই এই পুরস্কার প্রাপক হিসেবে শক্তিকান্ত দাসের নাম সুপারিশ করা হয়েছিল। অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী চলমান অস্থিরতা এবং কঠিন পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ককে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁর নাম এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে আরবিআই-এর গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন শক্তিকান্ত। তাঁর নিয়োগের কয়েক মাস আগেই, ভারতের প্রধান প্রধান নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থা বা এনবিএফসিগুলি (NBFC) দেউলিয়া হয়ে গিয়েছিল। যার ফলে লিকুইডিটির সঙ্কট দেখা দিয়েছিল। এনবিএফসিগুলির পতনের ক্ষতিকর প্রভাব পড়েছিল বেশ কিছু মাঝারি আকারের ব্যাঙ্কের উপরও। এই ব্যাঙ্কগুলি খুব বেশি মাত্রায় নির্ভরশীল ছিল এনবিএফসিগুলির উপর। পরে, পঞ্জাব এবং মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্কের মতো আরও কয়েকটি ব্যাঙ্কও দেউলিয়া হয়ে গিয়েছিল।
RBI Governor Shaktikanta Das awarded Governor of the Year by Central Banking in London
(Pics source – RBI) pic.twitter.com/BI1bWB3IfR
— ANI (@ANI) June 14, 2023
এই কঠিন পরিস্থিতিতে, আরবিআই-এর নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শক্তিকান্ত দাস। তারপর, কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো সঙ্কটও এসেছে। এই কঠিন পরিস্থিতিতে দক্ষ্ম হাতে ভারতের সামগ্রিক ব্যাঙ্কিং ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। মহামারি চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ করেছিল আরবিআই। একই সঙ্গে আর্থিক বৃদ্ধি-কে মাথায় রেখে আরও কিছু পদক্ষেপ নিয়েছিলেন শক্তিকান্ত দাস। বর্তমানে যার সুফল ভোগ করছে ভারতীয় অর্থনীতি। আইএমএফ, বিশ্বব্যঙ্কের মতো একাধিক আন্তর্জাতিক সংস্থার মতে, বর্তমানে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলির মধ্যে ভারতীয় অর্থনীতির বৃদ্ধিই সবথেকে দ্রুতগামী। শুধু তাই নয়, শক্তিকান্ত দাসের নেতৃত্বে, রাজনৈতিক চাপের মধ্যেও, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের চাহিদার মধ্যে প্রয়োজনীয় ভারসাম্য রাখতে পেরেছে আরবিআই।