নয়া দিল্লি: দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী সপ্তম পে কমিশনের (Seventh Pay Commission) অধীনে মহার্ঘভাতা বা ডিএ (Dearness Allowance) বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। মনে করা হচ্ছে, সেপ্টেম্বর মাসে তাদের জন্য সুখবর আসতে চলেছে। ডিএ বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও দুটি সুখবর অপেক্ষা করছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, নবরাত্রির মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হলে মোট মহার্ঘভাতার পরিমাণ ৩৮ শতাংশ হবে। ডিএ ছাড়াও এরিয়ার ও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের সুদের হারের বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা হতে পারে।
সেই কারণে মনে করা হচ্ছে, এই ত্রিমুখী সুযোগ-সুবিধার কথা ঘোষণা করা হলে আগামী মাসে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকবে। মূল্যবৃদ্ধি যেভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং সংসারে তাঁর প্রভাব পড়ছে, তখন কেন্দ্রের তরফে এমন কোনও ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্থিক সমস্যা অনেকটাই সমাধান করবে। মনে করা হচ্ছে, নবরাত্রির ঠিক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করা হতে পারে। কিন্তু প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অগস্টের শেষ অথবা সেপ্টেম্বরে বৃদ্ধি করা হতে পারে।
জানা গিয়েছে, করোনা অতিমারির কারণে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের ডিএ এরিয়ার বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে এরিয়ারের টাকা পাওয়ার আবেদন জানিয়ে আসছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেপ্টেম্বর মাসে এই নিয়ে সুখবর পাওয়া যেতে পারে। জ়ি নিউজের দাবি, এই বিষয়টি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছে গিয়েছে। সেই কারণে এই নিয়ে দ্রুত সিদ্ধান্ত হতে পারে। এবং সবশেষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের ৭ কোটি অ্যাকাউন্ট গ্রাহক এই মাসের শেষে সুদ পাবেন। অ্যাকাউন্ট গ্রাহরা প্রভিডেন্ট ফান্ডের ৮.১ শতাংশ হারে সুদ পাবেন।