নয়া দিল্লি: আজকের দিনে বহু মানুষই আইফোন ব্যবহার করেন। অনেকের কাছেই আইফোন হল স্টেটাস সিম্বল। অ্যাপেল ছাড়া অন্য কোনও ব্রান্ডের পণ্য ভাল বলে মনেই করেন না তারা। তবে এই ভ্রান্ত ধারণা ভাঙার সময় এসেছে। আইফোন, আইপ্য়াড নিয়েই সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সরকার। অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্টেই হ্যাক হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, যার ফলে ব্যবহারকারীর গোপনীয় ও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে।
ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In), যারা সরকারের পরামর্শদাতা হিসাবে কাজ করে, তারাই আইফোন, অ্যাইপ্যাড, ম্যাকবুকের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। শুক্রবার এই মর্মে সতর্কতাও জারি করা হয়েছে। সেই সতর্ক বার্তায় বলা হয়েছে, “অ্যাপেলের বিভিন্ন পণ্যে একাধিক খামতি পাওয়া গিয়েছে যার কারণে হামলা করতে ও গোপনীয় তথ্য ফাঁস করে দিতে পারে হ্য়াকাররা।”
অ্যাপেলের ১৭.৬ ও ১৬.৭.৯ আইওএস (iOS)ও আইপ্যাডওস (iPadOS)-র আগের সফটওয়্যারগুলিতে সাইবার হানার সম্ভাবনা অনেক বেশি। আইফোনের পাশাপাশি আইপ্যাড, ম্যাকবুক ও ভিশনপ্রো হেডসেটে সাইবার হানা ও তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে কেন্দ্র।
অ্যাপেলের তরফে এখনও তাদের পণ্যের সুরক্ষা নিয়ে সমস্যার কথা স্বীকার করা হয়নি। তদন্ত হওয়ার পরই এই বিষয়ে আপডেট জানানো হবে। গত সপ্তাহেই অ্য়াপেল তাদের লেটেস্ট সিকিউরিটি আপডেট এনেছে।