শুধু ঘর ঠান্ডা হলেই হবে না, AC কেনার আগে এই টিপস মাথায় রাখুন, নাহলেই ঠকে যাবেন

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 04, 2024 | 10:14 AM

Air Conditioner: এসি কেনার ক্ষেত্রে অনেকেই শুধু এসির কত দাম এবং কত স্টার রেটিং রয়েছে, তা দেখেন। তবে এসি কেনার সময় শুধু এইটুকু দেখলেই হবে না, আরও কয়েকটি জিনিস মাথায় রাখা দরকার। নাহলে ঠকে যাবেন।

1 / 7
গ্রীষ্ম হোক বা বর্ষা, এখন এসি ছাড়া অচল। কমবেশি প্রতিটি বাড়িতেই এসি আছে। গ্রীষ্মকাল পার হতেই অনেকে আবার পরিকল্পনা করছেন এসি কেনার।

গ্রীষ্ম হোক বা বর্ষা, এখন এসি ছাড়া অচল। কমবেশি প্রতিটি বাড়িতেই এসি আছে। গ্রীষ্মকাল পার হতেই অনেকে আবার পরিকল্পনা করছেন এসি কেনার।

2 / 7
এসি কেনার ক্ষেত্রে অনেকেই শুধু এসির কত দাম এবং কত স্টার রেটিং রয়েছে, তা দেখেন। তবে এসি কেনার সময় শুধু এইটুকু দেখলেই হবে না, আরও কয়েকটি জিনিস মাথায় রাখা দরকার। নাহলে ঠকে যাবেন।

এসি কেনার ক্ষেত্রে অনেকেই শুধু এসির কত দাম এবং কত স্টার রেটিং রয়েছে, তা দেখেন। তবে এসি কেনার সময় শুধু এইটুকু দেখলেই হবে না, আরও কয়েকটি জিনিস মাথায় রাখা দরকার। নাহলে ঠকে যাবেন।

3 / 7
এসির কম্প্রেসার - এসির স্পিড নির্ধারণ ও শক্তি সঞ্চয়ের কাজ করে কম্প্রেসার। কম্প্রেসার ভাল হলে, এসি আরও ভালভাবে এবং দ্রুত ঘর ঠাণ্ডা করে।

এসির কম্প্রেসার - এসির স্পিড নির্ধারণ ও শক্তি সঞ্চয়ের কাজ করে কম্প্রেসার। কম্প্রেসার ভাল হলে, এসি আরও ভালভাবে এবং দ্রুত ঘর ঠাণ্ডা করে।

4 / 7
রেটিং- এসিতে স্টার রেটিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসিতে স্টার রেটিং যত বেশি হবে, ততই ভাল। ৪ বা ৫ স্টার এসিতে বিদ্যুৎ কম খরচ হয়। ফলে বিলও আসে কম।

রেটিং- এসিতে স্টার রেটিংও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসিতে স্টার রেটিং যত বেশি হবে, ততই ভাল। ৪ বা ৫ স্টার এসিতে বিদ্যুৎ কম খরচ হয়। ফলে বিলও আসে কম।

5 / 7
এয়ার ফিল্টার- ভাল এসিতে উচ্চমানের এয়ার ফিল্টার থাকে, যা ধুলো, আল্যার্জেন ও অন্যান্য দূষিত ক্ষুদ্র কণাকে দূরে রাখে এবং ঘরের বাতাসকে পরিষ্কার রাখে।

এয়ার ফিল্টার- ভাল এসিতে উচ্চমানের এয়ার ফিল্টার থাকে, যা ধুলো, আল্যার্জেন ও অন্যান্য দূষিত ক্ষুদ্র কণাকে দূরে রাখে এবং ঘরের বাতাসকে পরিষ্কার রাখে।

6 / 7
স্মার্ট এসি- বর্তমানে চল স্মার্ট এসির, যা ওয়াই-ফাই দিয়ে যুক্ত থাকে। স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এসি। এতে আপনি বাড়ি ঢোকার আগেই  ঘর ঠান্ডা করে নিতে পারবেন।

স্মার্ট এসি- বর্তমানে চল স্মার্ট এসির, যা ওয়াই-ফাই দিয়ে যুক্ত থাকে। স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এসি। এতে আপনি বাড়ি ঢোকার আগেই ঘর ঠান্ডা করে নিতে পারবেন।

7 / 7
স্লিপ মোড ও টাইমার-  এসিতে এখন স্লিপ মোড ও টাইমারও খুব জরুরি। রাতভর এসি চললে বিদ্যুতের বিল প্রচুর আসে। কিন্তু এসিতে স্লিপ মোড থাকলে, তা নির্দিষ্ট সময় অন্তর বন্ধ হয়ে যায়। এতে শক্তিও সঞ্চয় হয়।

স্লিপ মোড ও টাইমার- এসিতে এখন স্লিপ মোড ও টাইমারও খুব জরুরি। রাতভর এসি চললে বিদ্যুতের বিল প্রচুর আসে। কিন্তু এসিতে স্লিপ মোড থাকলে, তা নির্দিষ্ট সময় অন্তর বন্ধ হয়ে যায়। এতে শক্তিও সঞ্চয় হয়।

Next Photo Gallery