সায়ম কৃষ্ণ দেব
Aug 04, 2024 | 1:38 PM
বর্ষায় চারিদিকে জমা জল আর মশার ঝামেলা। তার সঙ্গে বাড়ছে ডেঙ্গির প্রকোপও। তাই জ্বর, গায়ে ব্যথা হলে আগেভাগে সতর্ক হন। তবে জ্বর হওয়া মানেই কিন্তু তা ডেঙ্গি নয়। তাই ডেঙ্গিতে আক্রান্ত কি না বুঝতে জেনে রাখুন এই সব তথ্য।
ডেঙ্গি হলে ১০১ থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। একটানা জ্বর থাকতে পারে, আবার ঘাম দিয়ে ছেড়ে দিয়ে পুনরায় ফিরে আসতে পারে। মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, চামড়ায় লালচে র্যাশ হতে পারে ডেঙ্গির লক্ষণ।
হতে পারে বমি বমি ভাব, গ্রন্থি ফোলা এবং হাড় বা পেশিতে মারাত্মক ব্যথাও। যদি দু'দিনে ওষুধ খেয়ে জ্বর না কমে তাহলে আগে চিকিৎসকের পরামর্শ নিন।
এই সময় যতটা বেশি সম্ভব পানীয় খাওয়া উচিত। এই সময়ে শরীরে বেশি করে তরল যাওয়া উচিত। সাদা জল খেতে ভাল না লাগলে লেবুর শরবত, ডাবের জল। বা ফলের রস খেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে প্যারাসিটামলের সর্বোচ্চ ডোজ হচ্ছে প্রতিদিন চার গ্রাম। কিন্তু কোন ব্যক্তির যদি লিভার, হার্ট এবং কিডনি সংক্রান্ত কোনও রোগ থাকে, তাহলে প্যারাসিটামল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। তবে গায়ে বা মাথার ব্যথার জন্য অ্যাসপিরিন না খাওয়াই ভাল। কারণ এতে রক্তক্ষয়ের সমস্যা হতে পারে।
ডেঙ্গি তিন ধরনের, 'এ', 'বি' এবং 'সি'। এর মধ্যে সাধারণত ডেঙ্গি 'এ' তে আক্রান্ত হলে খুব একটা ভয়ের কিছু থাকে না। তবে ডেঙ্গি 'বি' তে আক্রান্ত হলে পেটে ব্যথা, বমির মতো সমস্যা দেখা যেতে পারে। আর সবচেয়ে খারাপ অবস্থা হতে পারে ডেঙ্গি 'সি' রোগে আক্রান্ত হলে।
ডেঙ্গি জ্বরের জীবাণু বহন করে এডিস মশা। বিশেষজ্ঞদের মতে অন্ধকারে এই মশা কামড়ায় না। তবে ভোরের দিকে এবং সন্ধের মুখে মুখে বেশি তৎপর হয়ে ওঠে এডিস মশা।
দেখবেন বাড়ির আশেপাশে যেন কোথাও জল না জমে। এডিস মশা কিন্তু পরিষ্কার জলেই ডিম পাড়ে। বাড়ির ছাদে কিংবা বারান্দার ফুলের টবে, নির্মাণাধীন ভবনের বিভিন্ন পয়েন্টে, রাস্তার পাশে পড়ে থাকা টায়ার কিংবা অন্যান্য পাত্রে জমে থাকা জলেও এডিস মশা বংশবিস্তার করে। তাই এই বিষয়ে সর্তক হন।