Phone Tracking System: ফোন হারিয়ে বা চুরি হয়ে গিয়েছে? এবার ফোন খুঁজে দেবে কেন্দ্রীয় সরকার

CEIR System: এই প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষ হারিয়ে যাওয়া ফোন যেমন ব্লক করে দিতে পারবেন, তেমনই হারিয়ে যাওয়া ফোনটি ট্রাকও করতে পারবেন।  যেকোনও টেলিকম নেটওয়ার্কের মাধ্যমেই  মোবাইল ফোন ক্লোন করা হয়েছে কি না, তাও দেখা যাবে।

Phone Tracking System: ফোন হারিয়ে বা চুরি হয়ে গিয়েছে? এবার ফোন খুঁজে দেবে কেন্দ্রীয় সরকার
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 2:01 PM

নয়া দিল্লি: বাড়ি থেকে বা রাস্তা থেকে হঠাৎ ফোন চুরি গিয়েছে? তন্ন তন্ন করে খুঁজেও কোথাও ফোন পাচ্ছেন না? স্থানীয় থানায় গিয়ে অবশ্যই এফআইআর (FIR) করতে হবে। কিন্ত এবার আপনি নিজেও হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন খুঁজে বের করতে পারবেন। হারানো বা চুরি যাওয়া ফোন খুঁজতে আপনাকে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার (Central Government)। সূত্রের খবর, চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকারের তরফে আনা হচ্ছে এমন এক পরিষেবা বা সিস্টেম, যা হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া ফোন ট্রাক করতে সাহায্য করবেন।

কেন্দ্রীয় সরকারের প্রযুক্তি উন্নয়ন বিভাগ, সেন্টার ফর ডিপার্টমেন্ট অব টেলেম্যাটিক মোবাইল ট্রাকিং (Centre for Department of Telematics) পাইলট প্রকল্প এনেছে। দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক ও উত্তর-পূর্ব ভারতে এই প্রকল্পের ট্রায়াল রান চলছিল। এবার গোটা দেশজুড়ে এই পরিষেবা চালু করা হবে।  সূত্রের খবর, আগামী ১৭ মে দেশজুড়ে সিইআইআর সিস্টেম (CIER System) চালু করার পরিকল্পনা রয়েছে।

এই বিষয়ে প্রজেক্ট বোর্ডের চেয়ারম্যান তথা চিফ এগজেকিউটিভ অফিসার রাজকুমার উপাধ্যায় জানান, হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল খুঁজে বের করার এই আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ প্রস্তুত। শীঘ্রই দেশজুড়ে এই পরিষেবা চালু করা হবে। এই প্রযুক্তির সাহায্যে সাধারণ মানুষ হারিয়ে যাওয়া ফোন যেমন ব্লক করে দিতে পারবেন, তেমনই হারিয়ে যাওয়া ফোনটি ট্রাকও করতে পারবেন।  যেকোনও টেলিকম নেটওয়ার্কের মাধ্যমেই  মোবাইল ফোন ক্লোন করা হয়েছে কি না, তাও দেখা যাবে।

ভারতে ফোন বিক্রির ক্ষেত্রে ফোনের পিছনে ১৫ ডিজিটের ইউনিক নিউমেরিক আইডেন্টিফায়ার বা আইএমইআই নম্বরের উল্লেখ বাধ্যতামূলক করেছে সরকার। এই আধুনিক প্রযুক্তিতে সমস্ত মোবাইল নেটওয়ার্কগুলির কাছে আইএমইআই নম্বর থাকবে। এরফলে টেলিকম নেটওয়ার্কগুলি দেখতে পাবেন তাদের এলাকায় কোনও আনঅথারাইজ মোবাইল ফোন ব্যবহার হচ্ছে কি না। আইএমইআই নম্বরের পাশাপাশি যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে, তাও দেখতে পাবেন টেলিকম অপারেটররা। এরফলে সিইআইআর প্রযুক্তির মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনও খুঁজে বের করা যাবে সহজেই।

সম্প্রতিই কর্নাটক পুলিশ সিইআইআর সিস্টেম ব্যবহার করেই ২৫০০-রও বেশি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে।