নয়া দিল্লি: ভারত-সহ মোট ১৩ টি দেশ থেকে ব্যবসা গোটাচ্ছে সিটি ব্যাঙ্ক। ব্যবসায় আশানুরূপ লাভের মুখ না দেখতে পাওয়ার কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন সিটি গ্রুপের চিফ এক্সিকিউটিভ জেন ফ্রাসের। ব্যাঙ্কিং সেক্টর থেকে মনোযোগ সরিয়ে এই সংস্থা সম্পদ পরিচালনার দিকে নজর দিতে চাইছে। কেননা সেখানে লাভের আশা বেশি। মোট ১৩ টি দেশ থেকে ব্যবসা গোটানোর প্রক্রিয়া শুরু হলেও সিঙ্গাপুর, হংকং, লন্ডন এবং সংযুক্ত আরব আমিরশাহীতে ব্যাঙ্কিং ব্যবসা চালু রাখবে সিটি গ্রুপ।
গত মার্চ মাসে এই সংস্থার চিফ এক্সিকিউটিভ পদে আসার পরে জেন ফ্রাসের জানিয়েছিলেন, যে ক্ষেত্রগুলিতে সংস্থা বেশি করে লাভের মুখ দেখবে সেখানেই তিনি মনোনিবেশ করবেন। ভারতের মতো প্রতিযোগিতা যেই বাজারে, সেখানে বর্তমানে ব্যাঙ্কিং ব্যবসা চালিয়ে যাওয়ার মতো অনুকূল পরিস্থিতি সিটি গ্রুপ পাচ্ছে না বলে জানানো হয়েছে। যে কারণে ভারতের পাশাপাশি এশিয়ার বেশিরভাগ দেশগুলি থেকেই ব্যবসা গুটিয়ে নিতে চলেছে এই মার্কিন সংস্থা। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, বাহারিন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, পোল্যান্ড, রাশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, এবং ভিয়েতনাম থেকেও ব্যবসা গুটিয়ে নেওয়া হচ্ছে।
সিটি গ্রুপের গত ত্রৈমাসিকের মোট আয় ছিল হাজার হাজার ১৯.৩ বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় ৭ শতাংশ কম। এই পরিসংখ্যান সামনে আসার পরেই দীর্ঘদিনের আশঙ্কা সত্যি করে ভারত থেকে ব্যবসা গোটানোর কথা জানায় সিটি গ্রুপ।
সংস্থার এই ঘোষণার পরেই দুশ্চিন্তায় পড়েছেন এই ব্যাঙ্কের গ্রাহকরা এবং এই সংস্থায় কর্মরতরা। এই অবস্থায় আপাতত তাঁদের আশ্বস্ত করে সিটি গ্রুপের ভারতের চিফ এক্সিকিউটিভ আসু খুল্লার জানিয়েছেন, সংস্থার এই সিদ্ধান্তের প্রভাব এখনই কর্মচারী বা গ্রাহকদের উপর পড়বে না। তাঁর কথায়, “এই ঘোষণার ফলস্বরুপ আমাদের পরিষেবায় তাৎক্ষণিক কোনও প্রভাব বা পরিবর্তন পড়বে না। সিদ্ধান্তটি অন্তর্বর্তী। আমরা আগের মতোই যত্ন এবং সহানুভূতি নিয়ে আমাদের গ্রাহকদের পরিষেবা দিয়ে যাব।”
আরও পড়ুন: বুথের সামনে গণ্ডগোল করলেই এ বার চরম পদক্ষেপের নির্দেশ নির্বাচন কমিশনের
যদিও অন্য একটি সূত্র জানাচ্ছে, সিটি গ্রুপ ইতিমধ্যেই নিজেদের ব্যবসা বিক্রি করার আগ্রহ দেখিয়েছে এবং ক্রেতা খুঁজতে শুরু করে দিয়েছে। যাতে ব্যাঙ্ক পরিষেবা লাটে না তুলে দিয়ে অন্য কোনও ভাবে পরিষেবায় চালিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে। এতে ব্যাঙ্ক কর্মচারী বা গ্রাহক, কারোর উপরেই প্রত্যক্ষ প্রভাব পড়বে না।
আরও পড়ুন: ‘আমি মারা যাচ্ছি’, অক্সিজেনের ছেঁড়া নল নিয়ে ঘরে ফোন, এনআরএস-এ তিলে তিলে মৃত্যু বৃদ্ধের