১৯ কেজির পাশাপাশি ৫ কেজি, ৪৭ কেজির সিলিন্ডারেরও দাম বেড়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ৫ কেজির এফটিএল সিলিন্ডারুের নতুন সংযোগ নিতে গেলে এবার থেকে খরচ করতে হবে ১৪৪৬.৫০ টাকা। রিফিল সিলিন্ডারের জন্য ৫০২ টাকা ৫০ পয়সা খরচ পড়বে।
ফ্রি ট্রেড এলপিজির পিওএস সিলিন্ডারের নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রে ১৪৬৪ টাকা লাগবে। রিফিল সিলিন্ডারের ক্ষেত্রে সেই খরচই পড়বে ৫২০ টাকা।
৪৭.৫ কেজি এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে এবার থেকে সিলিন্ডার পিছু ৪৫১০ টাকা খরচ পড়বে। একস্ট্রা তেজ গ্যাস সিলিন্ডারের জন্য ৪৫৬৬ টাকা খরচ হবে।
১৯ কেজি ন্যানো কাট বাণিজ্য়িক সিলিন্ডারের দাম এ বার থেকে পড়বে ২০৬৪ টাকা। ১৯ কেজি এক্সট্রা তেজ সিলিন্ডারের ক্ষেত্রেই সেই খরচটা কিছুটা কম পড়বে। সিলিন্ডার পিছু দাম বেড়ে বর্তমানে হয়েছে ১৮২৮ টাকা।
উৎসবের মরশুমে এই দাম বৃদ্ধির কারণে রেস্তরাঁ, খাবারনের দোকানগুলিতেও দাম বাড়তে পারার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঘুরেফিরে সেই গৃহস্থের পকেটই ফাঁকা হবে।
গৃহস্থ বাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, তার দাম আপাতত অপরিবর্তিতই রয়েছে। ১৪.২ কেজি সিলিন্ডারের গ্য়াসের দাম ৯১১ টাকা। ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ৩৩৫ টাকা খরচ পড়বে এবং ১০ কেজি কম্পোসিট গ্যাসের জন্য ৬৪১টাকা ৫০ পয়সাই দাম ধার্য রয়েছে।
আরও পড়ুন: মুকেশ আম্বানির চেয়ে ৬ গুন বেশি রোজগার গৌতম আদানির, রোজ এত টাকা রোজগার করেন