PM Kisan Yojana: এই কাজ না করলে মিলবে না কিষাণ সম্মান নিধি যোজনার টাকা, শেষ তারিখ ৩১ অগস্ট

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Aug 26, 2022 | 6:04 PM

PM Kisan Samman Nidhi: এই প্রকল্পের উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের আগে এই প্রক্রিয়া শেষ করার আবেদন জানানো হয়েছে, সরকারি ওয়েবসাইটে এমনটাই প্রকাশিত হয়েছে।

PM Kisan Yojana: এই কাজ না করলে মিলবে না কিষাণ সম্মান নিধি যোজনার টাকা, শেষ তারিখ ৩১ অগস্ট
বৃষ্টির অভাব, চিন্তায় কৃষকরা।

Follow Us

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় ই-কেওয়াইসি প্রক্রিয়া পূরণ করার সময়সীমা বৃদ্ধি করেছে। ৩১ অগস্ট ২০২২ এর মধ্যে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই প্রকল্পের উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের আগে এই প্রক্রিয়া শেষ করার আবেদন জানানো হয়েছে, সরকারি ওয়েবসাইটে এমনটাই প্রকাশিত হয়েছে। ওয়েবসাইট অনুযায়ী এই প্রকল্পে নথিভুক্ত সকল কৃষকদের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক। পিএম কিষাণ পোর্টালে ওটিপি ভিত্তিক ই-কেওয়াইসি প্রক্রিয়ার পদ্ধতি রয়েছে অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে। সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

কীভাবে সম্পন্ন করবেন এই প্রক্রিয়া?

  1. প্রথমেই পিএমকিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.nic.in এ যেতে হবে।
  2. এবার ‘eKYC’-র নিচে ‘Farmers Corner’ সেকশনে ক্লিক করতে হবে।
  3. ‘OTP Based eKYC’ সেকশনের নিচে নিজের আধার নম্বর দিন এবং সার্চ অপশনে ক্লিক করুন।
  4. এবার আধারের সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে ‘Get OTP’-তে ক্লিক করুন।
  5. এবার আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে। এবার সেই ওটিপি দাখিল করুন।
  6. আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হবে।
  7. কোনও ধরে সাহায্য অথবা সহায়তার জন্য 011-24300606,155261 নম্বরে ফোন করতে পারেন।
Next Article