মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষে লাগাতার চারবার রেপো রেট বৃদ্ধি করেও হল না শেষ রক্ষা। ফের রেকর্ড ভাঙল মূল্যবৃদ্ধির হার। সেপ্টেম্বরে ভারতে খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৪১ শতাংশ। অগাস্ট মাসে যা ছিল ৭ শতাংশ। এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ রয়েছে খুচরো মূল্যবৃদ্ধির হার।
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, দেশে খুচরো মূল্যবৃদ্ধি ২ থেকে ৬ শতাংশ অবধি সহ্য করা যায়। তবে এর বেশি হলে তা সহ্যের সীমার বাইরে চলে যায়। আরবিআই জানিয়েছে, এই বছর প্রতিমাসেই ৬ শতাংশ ছাড়িয়ে গিয়েছে মূল্যবৃদ্ধির হার। এদিকে জুলাই মাসে মূল্যবৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ। জুলাইয়ের আগে গত তিনমাস ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছিল মূল্যবৃদ্ধি। তবে অগাস্ট থেকেই ফের ঊর্ধ্বমুখী দেশে খুচরো মূল্যবৃদ্ধি। ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিসের (National Statistics Office) তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মূল্যবৃদ্ধি সেপ্টেম্বরে উন্নীত হয়েছে।
প্রসঙ্গত, করোনা অতিমারি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ভারতীয় অর্থনীতি। সাধারণ জনজীবন এখনও করোনার ধাক্কা সামলে উঠতে পারেনি। অনেকেই চাকরি খুইয়েছেন। ফলে পকেটে টান রয়েছে অনেকেরই। তবে বাজারে চড়া দ্রব্যমূল্যের দাম। অন্তত সেপ্টেম্বরের মূল্যবৃদ্ধির হারে তেমনটাই প্রতিফলিত হয়। এদিকে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আরবিআইকে আরও কঠোর আর্থিক নীতি গ্রহণ করতে হতে পারে। প্রসঙ্গত, ইতিমধ্যেই এই অর্থবর্ষে চারবার রেপো রেট বৃদ্ধি করেছে আরবিআই। বর্তমানে রেপো রেট রয়েছে ৫.৯ শতাংশ। গত তিন বছরে সর্বোচ্চ রয়েছে রেপো রেট।