ব্লু অরিজিনের ফ্লাইটে অন্তরিক্ষে ঘুরতে যাবেন জাস্টিন সান, সঙ্গে নেবেন ৫জনকে

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Dec 23, 2021 | 7:41 PM

justin Sun Tackles Space Next With Blue Origin: জাস্টিন সন মূলত একজন চাইনিজ আর তিনি ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্স ট্রোনের ফাউন্ডার। গত সপ্তাহেই তিনি ঘোষণা করেছিলেন, জেনিভায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে তাঁকে গ্রেনাডার প্রতিনিধি ঘোষণা করা হয়েছিল। সনের বক্তব্য তিনি স্পেস ট্রিপে নিজের সঙ্গে ক্যারিবিয়ান রাষ্ট্রের পতাকা নিয়ে যাবেন, বর্তমানে তিনি যে রাষ্ট্রের নাগরিক।

ব্লু অরিজিনের ফ্লাইটে অন্তরিক্ষে ঘুরতে যাবেন জাস্টিন সান, সঙ্গে নেবেন ৫জনকে
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: আগামি বছর মহাকাশে ঘুরতে যাবেন জাস্টিন সান। তিনি জানিয়েছেন তাঁর সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য তিনি পাঁচজনকে আমন্ত্রণ জানাবেন। প্রসঙ্গত টেকনোলজি এবং ক্রিপ্টোকারেন্সির একজন উদ্যোক্তা এই জাস্টিন সান। তিনি ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ট্রোনেরও প্রতিষ্ঠাতা। ব্লু অরিজিনের মুখপাত্র জাস্টিনের এই দাবির কথা স্বীকার করে নিয়ে বলেছেন, তিনি আগে থেকেই ২৮ মিলিয়ন ডলার তাঁদের দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন এই অর্থ ভবিষ্যতে ব্লু অরিজিনের নন প্রফিটেবল ক্লাবকে দেওয়া হবে।

বুধবার নিজের একটি বিবৃতিতে জাস্টিন জানান, ব্লু অরিজনের বহু মানুষকে মহাকাশে নিয়ে যাওয়ার এই উদ্যোগ অসাধারণ। তিনি বলেন, ‘আমি আগামীদিনে ব্লু অরিজিনের এই লক্ষ্যকে সাহায্য করার জন্য অর্থ দেওয়ার তাগিদ অনুভব করছি।’

২৮ মিলিয়ন ডলার দিয়েছেন

৩১ বছর বয়সী জাস্টিন সান স্বয়ং খোলসা করেছেন যে, আমাজনের ফাউন্ডার জেফ বোজেসের স্পেস প্রোজেক্ট ব্লু অরিজিনে সিট পাওয়ার জন্য তিনি অজ্ঞাত পরিচয় ব্যক্তি হিবেসে ২৮ মিলিয়ন ডলার দিয়েছেন। ব্লু অরিজিনের এই প্রথম ক্রু স্পেস ফ্লাইট (যাত্রীবাহী বিমান) ২০২২ এর জুলাই মাসে রওনা হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের সমস্যার কারণে (timing conflict) এই প্রোগ্রামকে রিশিডিউল করতে হয়েছে। সিট নিলামের পর কোম্পানি জানিয়েছিল, অজ্ঞাত পরিচয় যারা সিটের জন্য দর হেঁকেছিলেন তাদের প্রথম ট্রিপের বজায় আগামীদিনের ট্রিপে মহাকাশে নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত জাস্টিন সন মূলত একজন চাইনিজ আর তিনি ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্স ট্রোনের ফাউন্ডার। গত সপ্তাহেই তিনি ঘোষণা করেছিলেন, জেনিভায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে তাঁকে গ্রেনাডার প্রতিনিধি ঘোষণা করা হয়েছিল। সনের বক্তব্য তিনি স্পেস ট্রিপে নিজের সঙ্গে ক্যারিবিয়ান রাষ্ট্রের পতাকা নিয়ে যাবেন, বর্তমানে তিনি যে রাষ্ট্রের নাগরিক।

নিজের সঙ্গে কাদের তিনি নিয়ে যাবেন মহাকাশে

সন জানিয়েছেন জিনি যে পাঁচজনকে নিজের সঙ্গে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য নামাঙ্কিত করবেন, তাদের মধ্যে ট্রন ডিএও-এর সদস্য, কাইনের লং টার্ম হোল্ডার আর অন্যান্যদের মধ্যে ফ্যাশন, টেকনোলজি আর এন্টারপ্রেনার দুনিয়ার নেতারা থাকতে পারেন। তিনি নামাঙ্কন প্রক্রিয়া আর নির্বাচিত করার মাপদণ্ডের ঘোষণা আগামী মাসে করবেন।

মিথ্যেবাদী আর ঘোষণা কিং হিসেবে পরিচিত জাস্টিন

যদিও জাস্টিন সান টেকনোলজি আর ক্রিপ্টোকারেন্সির একজন এন্টারপ্রেণার, কিন্তু সোশ্যাল মিডিয়ার তিনি ‘মিথ্যেবাদী’ আর ‘ঘোষণা কিং’নামে বেশি পরিচিত। যখনই তিনি সোশ্যাল মিডিয়ায় কোনও টুইট করেন, তাঁর পোস্টের নীচে কমেন্টে তাঁকে ঘোষণা কিং, স্ক্যামার, মিথ্যেবাদীর মতো উপাধিতে অভিহিত করা হয়।

আরও পড়ুন: Christmas Card: বিতর্কের কারণে ১৭৭ বছর আগে ব্যান হয়েছিল বিশ্বের প্রথম ক্রিসমাস কার্ড

Next Article