Fuel Price: পেট্রলের দাম লিটার প্রতি ১৪ টাকা! রাতারাতি ৫০০ শতাংশ বাড়াল সরকার

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 10, 2024 | 12:23 PM

Cuba: যাদের মাসিক বেতনই ২১ ডলার, অর্থাৎ ১৭৫০ টাকা, তারা কীভাবে প্রতি সপ্তাহে ১০ লিটার গ্যাসোলিন কিনবে ৯০০ টাকা দিয়ে, তা নিয়েই প্রশ্ন সাধারণ মানুষের মতে। শুধু তো জ্বালানির দামই বাড়েনি। এরসঙ্গে বিদ্যুতের খরচও একধাক্কায় অনেকটা বেড়েছে। সরকারের তরফে বিদ্যুতের দাম ২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

Fuel Price: পেট্রলের দাম লিটার প্রতি ১৪ টাকা! রাতারাতি ৫০০ শতাংশ বাড়াল সরকার
প্রতীকী চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

হাভানা: মূল্যবৃদ্ধি-এই একটা শব্দই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। ছোট থেকে বড়-কোনও দেশই মূল্যবৃদ্ধির কোপ থেকে রক্ষা পাচ্ছে না। মূল্যবৃদ্ধির এবার ভয়াল কোপ পড়ল জ্বালানির দামের উপরে। একধাক্কায় ৫০০ শতাংশ বাড়ল পেট্রোলের দাম। দুই-পাঁচ টাকা দাম বাড়লেই যেখানে হিমশিম খায় মধ্যবিত্তরা, সেখানেই ৫০০ শতাংশ দাম বাড়ায় কার্যত হাতের নাগালের বাইরে চলে গেল জ্বালানি তেল।

কিউবা, ছোট্ট একটা দেশ। সেখানেই মূল্যবৃদ্ধির প্রভাবে ৫ গুণ বেড়েছে জ্বালানি তেলের দাম। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নতুন দাম কার্যকর হবে। জানা গিয়েছে, বাজেটে ঘাটতি মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।  আগে যেখানে এক লিটার গ্যাসোলিনের দাম ছিল ২৫ পেসো, যা মার্কিন ২০ সেন্টের সমান। সেই তেলের দামই বর্তমানে ১৩২ পেসোয় পৌঁছেছে। ভারতীয় মুদ্রায় ২৫ পেসো ১৪ টাকার সমান। আগামী ফেব্রুয়ারি থেকে এক লিটার গ্যাসোলিন কিনতে খরচ হবে ৯০ টাকা।  প্রিমিয়াম গ্যাসোলিনের দামও ৩০ পেসো থেকে বেড়ে ১৫৬ পেসোয় পৌঁছেছে।

যাদের মাসিক বেতনই ২১ ডলার, অর্থাৎ ১৭৫০ টাকা, তারা কীভাবে প্রতি সপ্তাহে ১০ লিটার গ্যাসোলিন কিনবে ৯০০ টাকা দিয়ে, তা নিয়েই প্রশ্ন সাধারণ মানুষের মতে। শুধু তো জ্বালানির দামই বাড়েনি। এরসঙ্গে বিদ্যুতের খরচও একধাক্কায় অনেকটা বেড়েছে। সরকারের তরফে বিদ্যুতের দাম ২৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, ১ কোটি ১০ লক্ষ জনসংখ্যার দেশ ১৯৯০-র দশকের পর সবথেকে ভায়ঙ্কর আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েছে। করোনাকাল থেকেই অর্থনীতির পতন, সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন অনুদানে রাশ টানা ও পরিকাঠামোগত দুর্বলতার কারণে ক্রমশ ধসে যাচ্ছে কিউবার অর্থনীতি। ২০২৩ সালে কিউবার অর্থনীতি ২ শতাংশ পতন হয়েছে। মূল্যবৃদ্ধি বেড়েছে ৩০ শতাংশ। এরফলে জ্বালানি সহ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য কেনা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

Next Article