নয়া দিল্লি: কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য মহার্ঘ ভাতার পরিমাণ বেসিক পের উপর ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩১ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। চলতি বছরের ১ জুলাই থেকে এই নতুন পরিকাঠামো চালু হবে বলে জানিয়েছে নির্মলা সীতারমনের মন্ত্রক। এতদিন পর্যন্ত বেসিক পে অর্থাৎ মূল বেতনের উপর ২৮ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া হত। এবার থেকে তা বাড়িয়ে মূল বেতনের উপর ৩১ শতাংশ মহার্ঘ্য ভাতা করা হয়েছে।
আজ অর্থ মন্ত্রকের ব্যয় দফতরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে মূল বেতন বা বেসিক পে বলতে বোঝানো হয়েছে সপ্তম পে কমিশনের ম্যাট্রিক্সে যে পরিমাণ টাকা দেখানো হয়েছে। এর মধ্যে মূল বেতন ছাড়া অন্যান্য স্পেশাল পে বা অন্যান্য কোনও ভাতার বিষয়গুলি গ্রাহ্য হবে না। উল্লেখ্য এই মহার্ঘ্য ভাতা বাড়ানোর ফলে কেন্দ্রের কোষাগার থেকে প্রায় ৯ হাজার ৪৮৮ কোটি টাকা বাড়তি খরচ হবে। কেন্দ্রীয় সরকারের বেসামরিক দফতরের কর্মীদের পাশাপাশি প্রতিরক্ষার সঙ্গে যুক্ত কর্মীরাও এই সুবিধা পাবেন।
গত জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া ডিএ ও ডিআর বৃদ্ধিতে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। করোনা অতিমারির জেরে যে রাজস্ব সংগ্রহে ঘাটতি হয়, তার জন্য ২০২০ সালে কেন্দ্র সরকার সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের ডিএ ও ডিআর বৃদ্ধি সাময়িকভাবে স্থগিত রেখেছিল। এরপর জুলাইতে ডিএ ও ডিআর ফের বৃদ্ধি হওয়ায় উপকৃত হন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশন প্রাপকরা।
হিসেব মতো, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীর বেসিক পে যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে সেই বেতনের নিরিখে বর্তমানে ৫,০৪০ টাকা ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, যা মূল বেতনের ২৮ শতাংশ। তিন শতাংশ বাড়ানো হলে, মহার্ঘ ভাতা বাবদ মাসে অতিরিক্ত ৫,৫৮০ টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীর। অর্থাৎ ডিএ বাবদ মাসে ৫৪০ টাকা বেশি পাবেন তাঁরা।
দেশের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতেই মূলত সরকারি কর্মীদের বেসিক বেতনের উপর কিছু শতাংশ বর্ধিত ভাতা দেওয়া হয়। স্বাধীনতার আগের বছর থেকে কর্মীদের জন্য এই বর্ধিত ভাতার ঘোষণা করা হয়। প্রতি বছর মূলত দু’বার এই বর্ধিত ভাতা দেওয়া হয়, জানুয়ারি থেকে জুন মাসে এবং জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য। কেন্দ্র ও রাজ্য সরকারের ডিএ আলাদা হয়। লিখিত কোনও নিয়ম না থাকলেও মূলত কেন্দ্রের ধার্য করা ডিএ অনুসরণ করেই রাজ্যের ডিএ ঘোষণা করা হয়।
২০১৯-এর ডিসেম্বর পর্যন্ত ডিএ-র হার ছিল ১৭ শতাংশ। মার্চে কেন্দ্র তা ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। যা ২০২০-র ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। গত বছরের জানুয়ারি থেকে জুন মাসের ৩ শতাংশ, জুলাই থেকে ডিসেম্বরের ৪ শতাংশ ও চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস অবধি বকেয়া থাকা ৪ শতাংশ ডিএ একযোগে এসে ১১ শতাংশে দাঁড়াচ্ছে। পরে ১৭ শতাংশ ডিএ হারের সঙ্গেই এই ১১ শতাংশ যোগ হয়ে ২৮ শতাংশে দাঁড়ায়। এবার সেটাই বাড়ল আরও তিন শতাংশ।
আরও পড়ুন :Petrol Price Today: দেশের বেশকিছু শহরে ১২০ টাকা লিটারের দোড়গোড়ায় পেট্রোল, ডিজেলও পেরিয়েছে সেঞ্চুরি