Today Gold Price: খুশির খবর!! দীপাবলীর আবহে অনেকটাই কমল সোনার দাম

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 26, 2021 | 2:18 PM

Today Gold Price: গত বছর এই সময় এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬,২০০ টাকা, যা সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল। আজ এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৪৮,১৪১ টাকা। অর্থাৎ সোনার দাম এখনও রেকর্ড উচ্চতা থেকে প্রায় ৮০৫৯ টাকা সস্তা।

Today Gold Price: খুশির খবর!! দীপাবলীর আবহে অনেকটাই কমল সোনার দাম

Follow Us

কলকাতা: উৎসবের মরশুমে সোনা-রুপোর দরের ওঠাপড়া বজায় রয়েছে। যারা এই মুহূর্তে সোনা-রুপো কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে আজ ডিসেম্বর মাসের সোনার দাম ০.১২ শতাংশ কমেছে। অন্যদিকে রুপোর দাম কমেছে ০.২৬ শতাংশ।

২০২০ সালের কথা ধরা হলে, গত বছর এই সময় এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬,২০০ টাকা, যা সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল। আজ এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৪৮,১৪১ টাকা। অর্থাৎ সোনার দাম এখনও রেকর্ড উচ্চতা থেকে প্রায় ৮০৫৯ টাকা সস্তা।

কলকাতার সোনা-রুপোর দর

কলকাতায় সোনার দাম আজ একই রয়েছে। এদিন কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৩৯ টাকা বেড়ে হয়েছে ৪,৭৪০ টাকা। অন্যদিকে ৮ গ্রাম ২২ ক্যারেট সোনা ৩১২ টাকা বেড়ে হয়েছে ৩৭,৯২০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম সোনার দাম যথাক্রমে ৩৯০ টাকা এবং ৩,৯০০ টাকা বেড়ে ৪৭,৪০০ টাকা এবং ৪,৭৪,০০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিন কলকাতায় ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৫,০১০ টাকা। এবং ৮ গ্রাম সোনার দাম ৪০,০৮০ টাকা। এছাড়াও ১০ গ্রাম এবং ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৫০,১০০ টাকা এবং ৫,০১,০০০ টাকা।

শেয়ার বাজারে সোনা-রুপোর দর

সোনার দাম আজ শেয়ার বাজারে অনেকটাই কমেছে। এদিন কমোডিটির (MCX) বাজারে ডিসেম্বর মাসের সোনার দাম ০.১২ শতাংশ অর্থাৎ ৫৩ টাকা কমে হয়েছে ৪৮,১৪৭.০০ টাকা। অন্যদিকে ডিসেম্বর মাসের রুপোর দাম এদিন ০.৫৪ শতাংশ অর্থাৎ ৩৬০ টাকা কমে হয়েছে ৬৫,৭৭৯ টাকা।

জুয়েলারি শেয়ার হালহকিকত

সোনা-রুপোর দাম এদিন অনেকটাই বেড়েছে জুয়েলারি মার্কেটের শেয়ারে। আজ টাইটান কোম্পানির শেয়ারের দাম ২.০৭ শতাংশ বেড়ে হয়েছে ২,৪৩০.০০ টাকা। রাজেশ এক্সপোর্টের শেয়ারের দাম ০.৩২ শতাংশ বেড়ে হয়েছে ৬৩৮.৬০ টাকা। অন্যদিকে বৈভব গ্লোবালের শেয়ারের দাম ২.১৫ শতাংশ বেড়ে হয়েছে ৬৭৪.৩০ টাকা। এছাড়াও কল্যাণ জুয়েলার্সের শেয়ারের দাম ১.৬৮ শতাংশ বেড়ে হয়েছে ৭৫.৪৫ টাকা। এবং গোল্ডিয়াম ইন্টারের শেয়ারের দাম ১.৩৭ শতাংশ বেড়ে হয়েছে ৯৫৯.১০ টাকা।

বিশ্বে সোনা-রুপোর বাজার

বিশ্ববাজারেও বুধবার সোনার দাম অনেকটাই। পাশাপাশি কমেছে রুপোর দামও। এদিন বিশ্ববাজারে সোনার দাম -০.২৯ শতাংশ অর্থাৎ ৫.৩২ ডলার কমে প্রতি আউন্সের দাম হয়েছে ১,৮০২.৮১ ডলার। অন্যদিকে রুপোর দামও -০.৯৩ শতাংশ অর্থাৎ -০.২৩ সেন্ট কমে হয়েছে ২৪.৩২ ডলার প্রতি আউন্স।

সোনার মিউচুয়াল ফান্ড

এদিনও মিউচুয়াল ফান্ডের দাম কমবেশি বাড়তে দেখা গিয়েছে। এদিন অ্যক্সিস গোল্ড ইটিএফ- এর দাম পরিবর্তিত না হয়ে বিক্রি হচ্ছে ৪১.৪২ টাকায়। বিড়লা গোল্ড ইটিএফ-এর দাম এদিন ০.৬০ শতাংশ বেড়ে হয়েছে ৪,৪০০.০০ টাকা। গোল্ড বিইএএস (Gold BeES) দাম ০.২৬ শতাংশ বেড়ে হয়েছে ৪১.৭০ টাকা। এছাড়াও এইচডিএফসি এবং আইসিআইসিআই গোল্ড ইটিএফ এর দাম যথাক্রমে ০.৩৩ শতাংশ এবং ০.০০ শতাংশ বেড়ে হয়েছে ৪২.৭০ টাকা ও ৪২.৬১ টাকা।

আরও পড়ুন: Petrol Price Today: দেশের বেশকিছু শহরে ১২০ টাকা লিটারের দোড়গোড়ায় পেট্রোল, ডিজেলও পেরিয়েছে সেঞ্চুরি

Next Article