নয়া দিল্লি: যাঁরা বৈষ্ণদেবী মন্দিরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, সাধারণত ট্রেনেই অধিকাংশ মানুষ বৈষ্ণোদেবী যান। পুণ্যার্থীদের সুবিধার জন্য দিল্লি থেকে কাটরা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে ভারতীয় রেল। সেই ট্রেনের সময়সূচির বদল ঘটেছে। খবরটি নিশ্চিত করে উত্তর রেলওয়ের সিপিআরও দীপক কুমার (FE) রিপোর্টে জানিয়েছেন ট্রেন নম্বর 22439/22440 নয়া দিল্লি-শ্রী মাতা বৈষ্ণোদেবী/ কাটরা-নয়া দিল্লি বন্দে ভারত বাতিল করেছে। ট্রেনটির যাতায়াতের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রেনের সময় পরিবর্তন
ট্রেন নং 22439/22440 নিউ দিল্লি-শ্রীমাতা বৈষ্ণোদেবী ও কাটরা-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস বুধবার ছাড়া উভয় দিকে সপ্তাহে ৬ দিন চলবে। অর্থাৎ বুধবার এই ট্রেনটি বন্ধ থাকবে। আগামী ২১ মার্চ, ২০২৪ থেকে এই নতুন সময় কার্যকর হবে। বর্তমানে মঙ্গলবার ছাড়া সপ্তাহের সব দিন এই ট্রেন চলাচল করে।
দূরত্ব এবং ভ্রমণের সময়
নয়া দিল্লি-শ্রীমাতা বৈষ্ণোদেবী ও কাটরা-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ৮ ঘণ্টায় ৬৫৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। জম্মু-রাজধানী এক্সপ্রেস এবং জম্মু-তাওয়াই দুরন্ত এক্সপ্রেসের পর এটি এই রুটে দ্রুততম ট্রেন।
কোন স্টেশনে ট্রেন থামবে?
নয়া দিল্লি-শ্রী মাতা বৈষ্ণোদেবী ও কাটরা-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের মোট ১৬টি কোচ রয়েছে। যার মধ্যে রয়েছে এক্সিকিউটিভ ক্লাস এবং চেয়ার কার কোচ। এই অত্যাধুনিক ট্রেন মাত্র তিনটি স্টেশনে থামে। সেগুলি হল, আম্বালা ক্যান্ট জংশন, লুধিয়ানা জংশন এবং জম্মু তাওয়াই স্টেশন।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর, ২০১৯-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়া দিল্লি-শ্রীমাতা বৈষ্ণোদেবী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন। বর্তমানে এটি উত্তর রেলওয়ে জোন দ্বারা পরিচালিত। এই ট্রেন চালু হওয়ার ফলে জম্মু ও কাশ্মীরে পর্যটনে প্রসার ঘটেছে। দুই শহরের মধ্যে যাতায়াতের সময় কমেছে ৩ ঘণ্টার বেশি।