PAN-Aadhaar লিঙ্ক করাতে ভুলে গিয়েছিলেন? সরকার কত হাজার কোটি রোজগার করল জানেন?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 22, 2023 | 7:38 AM

PAN-Aadhaar: ৩০ জুন ছিল লিঙ্ক করার শেষ তারিখ। ফুলো দেবী সরকারকে জিজ্ঞাসা করেছিলেন যে কতজন লোক ১০০০ টাকা জরিমানা দিয়ে প্যান-আধার লিঙ্ক করেছেন এবং সরকার তাঁদের কাছ থেকে কত টাকা আদায় করেছে।

PAN-Aadhaar লিঙ্ক করাতে ভুলে গিয়েছিলেন? সরকার কত হাজার কোটি রোজগার করল জানেন?
প্যান-আধার লিঙ্ক
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: মোদী সরকারের আমলে কেন্দ্র প্যান কার্ড ও আধার কার্ড যুক্ত করার নির্দেশিকা দিয়েছিল। বারবার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়, ফলে সময় পাওয়া গিয়েছিল অনেক। তারপরও অনেকেই সময়ের মধ্যে প্যান- আধার লিঙ্ক করাননি। বর্ধিত সময় শেষ হয়ে যাওয়ার পর টাকা দিয়ে দুটি কার্ড যুক্ত করার বিজ্ঞপ্তি দেওয়া হয়। ১০০০ টাকা করে দিয়ে যুক্ত করতে হয় প্যান ও আধার। সেই টাকা থেকে বিপুল আয় হয়েছে কেন্দ্রীয় সরকারের। সম্প্রতি সেই টাকার অঙ্কের হিসেব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

২০২৩ সালের ৩০ জুন ছিল শেষ তারিখ। তার পরেও যাঁরা প্যান-আধার লিঙ্ক করেননি, তাঁদের কাছ থেকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন নির্ধারিত সময়ের পর ২.১২৫ কোটি মানুষ প্যান-আধার লিঙ্ক করেছেন। সরকার তাঁদের কাছ থেকে মোট ২ হাজার ১২৫ কোটি টাকা পেয়েছে।

সংসদে শীতকালীন অধিবেশনে রাজ্যসভার সাংসদ ফুলো দেবী নেতাম এই বিষয়ে প্রশ্ন করেছিলেন অর্থমন্ত্রীকে। উত্তরে, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, ৩০ জুন পর্যন্ত, ৫৪,৬৭,৭৪,৬৪৯টি প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে এবং কোনও প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়নি।

ফুলো দেবী সরকারকে জিজ্ঞাসা করেছিলেন যে কতজন লোক ১০০০ টাকা জরিমানা দিয়ে প্যান-আধার লিঙ্ক করেছেন এবং সরকার তাঁদের কাছ থেকে কত টাকা আদায় করেছে। জবাবে, অর্থ প্রতিমন্ত্রী হিসেব দিয়েছেন, ১ জুলাই, ২০২৩ থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত, সরকার এর মাধ্যমে ২ হাজার ১২৫ কোটি টাকা পেয়েছে।

অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন দেশে আনুমানিক ৭০ কোটি প্যান কার্ডধারী রয়েছে, যার মধ্যে ৬০ কোটি লোক নিয়ম মেনে প্যান-আধার লিঙ্ক করেছেন, যার মধ্যে ২ হাজার ১২৫ কোটি মানুষ জরিমানা দিয়ে লিঙ্ক করেছেন।

Next Article