Central Bank Digital Currency: মার্কিন ফিনটেকের সঙ্গে চলছে কথা, চলতি বছরেই চালু হচ্ছে RBI-এর ডিজিটাল মুদ্রা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 07, 2022 | 2:59 PM

RBI Digital currency: চলতি বছরেই একটি পাইলট প্রকল্প হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই ভারতের দেশিয় ডিজিটাল মুদ্রা, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি চালু করতে চলেছে। বুধবার, ইন্ডিয়া আইডিয়াস সামিটে বক্তৃতায় এই কথা জানিয়েছেন আরবিআই-এর ডেপুটি গভর্নর টি. রবি শঙ্কর।

Central Bank Digital Currency: মার্কিন ফিনটেকের সঙ্গে চলছে কথা, চলতি বছরেই চালু হচ্ছে RBI-এর ডিজিটাল মুদ্রা
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: চলতি বছরেই একটি পাইলট প্রকল্প হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই ভারতের দেশিয় ডিজিটাল মুদ্রা, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি চালু করতে চলেছে। বুধবার, ইন্ডিয়া আইডিয়াস সামিটে বক্তৃতায় এই কথা জানিয়েছেন আরবিআই-এর ডেপুটি গভর্নর টি. রবি শঙ্কর। তিনি আরও জানিয়েছেন, দেশে ডিজিটাল পেমেন্ট সেগমেন্ট প্রতি বছর ৪০ থেকে ৫০ শতাংশ হারে বাড়ছে। সিবিডিসি আন্তঃসীমান্ত অর্থপ্রদানের জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতে চলেছে। এই মুহূর্তে বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া অনুসারে আরবিআই ডিজিটাল পেমেন্টের নীতি নির্ধারণের চেষ্টা করছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে সংসদে বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, ২০২২-২৩ অর্থবর্ষেই সিবিডিসি চালু করা হবে।

টি. রবি শঙ্কর এদিন আরও জানিয়েছেন, সিবিডিসি চালু করলেও, নগদহীন সমাজ গঠন কখনই আরবিআই-এর লক্ষ্য নয়। কিন্তু, কেন্দ্রীয় ব্যাঙ্ক গ্রাহকদের নগদের একটি কার্যকর বিকল্প দিতে আগ্রহী। আরবিআই-এর ডেপুটি গভর্নর আরও দাবি করেছেন, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, বা ইউপিআই-কে আরও আন্তর্জাতিক করে তোলা হচ্ছে। সেই সঙ্গে জালিয়াতির মোকাবিলা করার ব্যবস্থাকে আরও জোরদার করার দিকে মনোনিবেশ করছে আরবিআই। এছাড়াও, কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল পরিকাঠামোর আওতায় তথ্যের গোপনীয়তা রক্ষা করা নিশ্চিত করার চেষ্টা করছে। সেই সঙ্গে কাজ চলছে, ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোর প্রযুক্তিগত স্থিতিশীলতা বাড়ানোর।

সূত্রের খবর, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি চালু করার লক্ষ্য়ে আরবিআই বিভন্ন ফিনটেক সংস্থাগুলির সঙ্গে হাত মেলানোর জন্য ভাবনা চিন্তা করছে। মানি কন্ট্রোলের এক প্রতিবেদন অনুযায়ী এই ফিনটেক সংস্থাগুলির তালিকায় মার্কিন সংস্থা এফআইএস-ও রয়েছে। এই সংস্থা বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কারদের সঙ্গে সিবিডিসি চালুর বিষয়ে গোলটেবিল সম্মেলন এবং কর্মশালা আয়োজন করছে। সংস্থর সিনিয়র ডিরেক্টর জুলিয়া ডেমিডোভা বলেছেন, “এফআইএস, আরবিআই-এর সঙ্গে বিভিন্নভাবে যুক্ত রয়েছে। অবশ্যই, আরবিআই চাইলে বিভিন্ন বিবিডিসি বিকল্প যাচাই করার জন্য আমাদের সংযুক্ত ইকোসিস্টেম আমরা তাদের সামনে তুলে ধরতে পারি।”

মানি কন্ট্রোলের প্রতিবেদনে এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, আরবিআই একটি পাইলট সিবিডিসি প্রকল্প চালানোর জন্য চারটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ককে দায়িত্ব দিয়েছে। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অব বরোদাকে অভ্যন্তরীণভাবে এই পাইলট প্রকল্প চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত জুলাই মাসে আরবিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর অজয়​​কুমার চৌধুরী বলেছিলেন, “আরবিআই পাইকারি এবং খুচরো উভয় বিভাগেই একটি সিবিডিসি-র পর্যায়ক্রমিক বাস্তবায়ন করতে চলেছে।”

Next Article