AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digital Payments: ৬ বছরে ১২,০০০ লক্ষ কোটি টাকার অনলাইন পেমেন্ট, ৬৫ হাজার কোটি লেনদেন হয়েছে এই সময়ে!

Online Payments: সংসদে তুলে ধরা তথ্যে আরও জানানো হয়েছে, এই ৬ বছরে ১২,০০০ লক্ষ কোটি টাকা অনলাইন পেমেন্টের মাধমে খরচ করেছে ভারতীয়রা।

Digital Payments: ৬ বছরে ১২,০০০ লক্ষ কোটি টাকার অনলাইন পেমেন্ট, ৬৫ হাজার কোটি লেনদেন হয়েছে এই সময়ে!
Image Credit: Getty Images
| Updated on: Jul 29, 2025 | 1:01 PM
Share

৬ বছরের মধ্যে দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে ভারতের ডিজিটাল পেমেন্টের সেক্টরে। ২০১৯-২০ অর্থবর্ষ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে ৬৫ হাজার কোটির বেশি ডিজিটাল লেনদেনের স্বাক্ষী থেকেছে ভারতের অর্থনীতি। ২৮ জুলাই সোমবার পার্লামেন্টে এই তথ্যই তুলে ধরা হয়েছে।

গোটা দেশে ডিজিটাল পেমেন্ট ছড়িয়ে দেওয়ার জন্য সরকার বিভিন্ন প্রচেষ্টা করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, বিভিন্ন ব্যাঙ্ক ও রাজ্য সরকারগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে কেন্দ্র। আর তার ফলাফল এই তথ্যই।

সংসদে তুলে ধরা তথ্যে আরও জানানো হয়েছে, এই ৬ বছরে ১২,০০০ লক্ষ কোটি টাকা অনলাইন পেমেন্টের মাধমে খরচ করেছে ভারতীয়রা। আর এর সিংহভাগ পেমেন্টই হয়েছে ইউপিআই মাধ্যমে।

দেশে অনলাইন পেমেন্টকে উৎসাহিত করতে ২০২১ সালে পেমেন্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করে কেন্দ্র। এই ফান্ডের অধীনে রয়েছে দেশের টায়ার ৩ থেকে টায়ার ৬ শহরগুলোতে ও উত্তরপূর্বের রাজ্যগুলো ও কাশ্মীর। এ ছাড়াও ২০২৫ সালের ৩১ মে-র তথ্য অনুযায়ী দেশে ৪ কোটি ৭৭ লক্ষ ডিজিটাল টাচ পয়েন্টও তৈরি করা হয়েছে।