Isha Ambani Business: জানেন ব্যবসা কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন ইশা! ৩১ থেকে বেড়ে দোকানের সংখ্যা এখন ২০০

Isha Ambani Business: রিলায়েন্স রিটেল তাদের প্রথম ত্রৈমাসিকে মোট ৩৩১টি নতুন দোকান খুলেছে। এছাড়া সংস্থাটি তার মোট খুচরো বাজারের বিস্তার ১৫.১৫ শতাংশ বৃদ্ধি করেছে। ছোট দোকানদার, ব্যবসায়ীরা এই সংস্থার গ্রাহক।

Isha Ambani Business: জানেন ব্যবসা কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন ইশা! ৩১ থেকে বেড়ে দোকানের সংখ্যা এখন ২০০
ইশা অম্বানীImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jul 22, 2024 | 8:06 PM

নয়া দিল্লি: বাজারে আসার পরই রিলায়েন্স জিও যেভাবে গোটা দেশে ছড়িয়ে পড়ে, সেভাবেই রিলায়েন্সের আরও একটি ব্যবসার বিস্তার ক্রমশ বাড়তে শুরু করেছে। সেটি হল ‘রিলায়েন্স রিটেল’। সংস্থার স্টোরগুলি নিয়ে বড় পরিকল্পনা করেছে অম্বানীরা। এই প্রকল্পের অধীনে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে ৩০টি নতুন ‘মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি’ খুলেছে। ‘মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি’ হল এমন একটি সংস্থা যারা গ্রসারি সহ বিভিন্ন পণ্য বিক্রি করে। ২০২২ সালের ডিসেম্বরে রিলায়েন্স রিটেল সংস্থাটি ২,৮৫০ কোটি টাকায় মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কিনে নিয়েছিল। সেই সময় ২১টি শহরে ৩১টি দোকান ছিল।

বর্তমানে ১৮০টি শহরে ২০০টিরও বেশি দোকান খোলা হয়েছে। এই রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডের বোর্ডের অন্যতম সদস্য, মুকেশ অম্বানীর মেয়ে ইশা অম্বানী।

উল্লেখ্য, রিলায়েন্স রিটেল তাদের প্রথম ত্রৈমাসিকে মোট ৩৩১টি নতুন দোকান খুলেছে। এছাড়া সংস্থাটি তার মোট খুচরো বাজারের বিস্তার ১৫.১৫ শতাংশ বৃদ্ধি করেছে। ছোট দোকানদার, ব্যবসায়ীরা এই সংস্থার গ্রাহক। সংস্থার এই বিস্তার ভারতে কর্মসংস্থানের সুযোগও তৈরি করে দেবে বলে মনে করা হচ্ছে। ৩০ জুনের তথ্য অনুযায়ী, ৮১.৩ মিলিয়ন বর্গফুট জুড়ে রয়েছে ব্যবসা।