কলকাতা: কোন ফান্ড ভবিষ্যতে ভাল লাভ দিতে পারে? কোন ফান্ডের অতীত রেকর্ড ভাল? কোন ফান্ড অল্পদিনেই ঘরে এনে দিতে পারে ভাল লাভ? মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) দুনিয়ায় যাঁরা নতুন পা রেখেছেন তাঁদের মনে প্রায়শই এই প্রশ্নগুলির উদয় হয়। নানা সংশয়ও থাকে এগুলি নিয়ে। অনেকে আবার ভাবেন যে প্ল্যাটফর্মে তাঁরা টাকা বিনিয়োগ করছেন সেটি যদি আচমকা বন্ধ হয়ে যায় তাহলে সেই টাকা ফেরত পাওয়া যাবে তো? অনেকে আবার মনে করেন ব্যাঙ্কের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অনেক নিরাপদ! কিন্তু, এই সমস্ত বিষয় নিয়েই সকলের মনে থেকে যায় অনেক ধোঁয়াশা।
বিশেষজ্ঞরা বলছেন, ধরা যাক আপনি কোনও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগ করেছেন। কিন্তু, আচমকা সেটা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে চিন্তার কোনও কারণ নেই। কারণ, সংশ্লিষ্ট ফান্ডে যেখানে আপনার বিনিয়োগ রয়েছে তাঁদের যাবতীয় ডিটেলস আপনার ই-মেল সহ অন্যান্য জায়গায় রয়েছে। তাই যে সংস্থায় আপনার মূল বিনিয়োগ রয়েছে তাঁদের সঙ্গে সরাসরি যোগযোগ করেও আপনি আপনার ফান্ড চালিয়ে নিয়ে যেতে পারেন। বা চাইলে বিনিয়োগ করা রাশি তুলে নিতে পারেন। কিন্তু, ওই ফান্ড হাউস যদি বন্ধ হয়ে তাহলে কী চিন্তার কারণ রয়েছে? সিংহভাগ ক্ষেত্রে দেখা যায় সেই সংস্থা বা ফান্ড অন্য কোনও মিউচুয়াল ফান্ডের সঙ্গে একীভূত হয়ে গিয়েছে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় অন্য কোনও সংস্থা আর এক সংস্থাকে কিনে নিয়েছে।
এরকম উদাহরণ ভারতেও অনেক রয়েছে। সে ক্ষেত্রে আপনার বিনিয়োগে কোনও সমস্যা হওয়ার কথা নয়। বা আপনার টাকাও উবে যায় না। শুধু ওই ফান্ডের নাম বা সংস্থার নাম আলাদা হয়ে যায়। কিন্তু, আপনি ততদিনে যা বিনিয়োগ করেছেন, এবং যা লাভ করেছেন তাতে কোনও হেরফের হয় না। Reliance-Nippon সংযুক্তিকরণের সময়েও এমনটা দেখা গিয়েছিল। রিলায়েন্স তাঁদের মিউচুয়াল ফান্ডের বেশিরভাগটাই বিক্রি করে দিয়েছিল Nippon-কে। তারফলে বেশ কিছু স্কিমের নাম বদলে যায়। সহজ কথায় ফান্ডের ম্যানেজার, মালিক, সংস্থা যাবতীয় কিছু পরিবর্তন হলেও আপানার আর্থিক কোনও ক্ষতির সম্ভাবনা থাকছে না।